বাংলা নিউজ > ময়দান > কেন টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন কোহলি? এ বার মুখ খুললেন তাঁর ছেলেবেলার কোচ

কেন টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন কোহলি? এ বার মুখ খুললেন তাঁর ছেলেবেলার কোচ

রাজকুমার শর্মার সঙ্গে বিরাট কোহলি।

ধোনি টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নেওয়ার পর ২০১৪ সালে বিরাট কোহলির হাতে টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। তাঁর অধিনায়কত্বে ৬৮টি টেস্ট খেলে ভারত ৪০টিতেই জিতেছে। এটাই এখনও পর্যন্ত ভারতের কোনও টেস্ট অধিনায়কের সেরা পরিসংখ্যান।

বিরাট কোহলির টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে এ বার মুখ খুললেন তাঁর ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি দাবি করেছেন, কোহলি কেন এমন একটি সিদ্ধান্ত নিলেন, সেটা তিনি নিজেও বুঝতে পারছেন না। তাঁর কাছে কোহলির এই সিদ্ধান্ত অনভিপ্রেত। আসল কারণ না জানার জন্য পুরো বিষয়টাই তাঁর কাছে ধোঁয়াশা। সে কারণে এই বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা করতে চাইছেন না রাজকুমার শর্মা।

কোহলির ছেলেবেলার কোচের দাবি, ‘আমি খুব আশ্চর্য হয়েছি বিরাটের এই সিদ্ধান্তে। আমি এই বিষয়ে খুব বেশি কিছু বলতে পারব না। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি জানি না, কী কারণে ও এই সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে বেশি কিছু বলাও আমার ঠিক হবে না। কী হয়েছে, সেটা না জেনে কিছু বলাটা ঠিক হবে বলে আমি মনে করি না। তবে এটুকু বলতে পারি, এই সিদ্ধান্ত হঠাৎ করে ও নেয়নি। অনেক ভেবেচিন্তে বিরাট এই সিদ্ধান্ত নিয়েছে।’

একইসঙ্গে কাজকুমার শর্মা দাবি করেছেন, ‘আমি বিশ্বাস করি ভারতীয় ক্রিকেটে অধিনায়ক হিসেবে ওর অবদান অপরিহার্য। ও ভারতের অন্যতম সফল অধিনায়ক। ও যখন অধিনায়ক হয়েছিল, দল টেস্ট ক্রিকেটে বিশ্বতালিকায় সাত নম্বরে নেমে গিয়েছিল। সেখান থেকে দলকে টেনে তুলে এক নম্বর করেছিল। প্রায় চার বছর এই স্থানে ছিল ভারত। বিষয়টা অত সহজে হয় না।’ 

ধোনি টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নেওয়ার পর ২০১৪ সালে বিরাট কোহলির হাতে টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। তাঁর অধিনায়কত্বে ৬৮টি টেস্ট খেলে ভারত ৪০টিতেই জিতেছে। এটাই এখনও পর্যন্ত ভারতের কোনও টেস্ট অধিনায়কের সেরা পরিসংখ্যান।

বন্ধ করুন