বাংলা নিউজ > ময়দান > করোনা আক্রান্ত বোল্টের পার্টিতে ছিলেন বলে খবর, যদিও তিনি Covid-19 নেগেটিভ বলে দাবি গেইলের

করোনা আক্রান্ত বোল্টের পার্টিতে ছিলেন বলে খবর, যদিও তিনি Covid-19 নেগেটিভ বলে দাবি গেইলের

উসেইন বোল্ট ও ক্রিস গেইল। ছবি- টুইটার।

IPL খেলতে আমিরশাহি উড়ে যাওয়ার আগে দু'বার করোনা টেস্ট করিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় দাবি ক্রিস গেইলের।

কিংবদন্তি উসেইন বোল্টের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে আগেই। যদিও রিপোর্ট সামনে না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে জামাইকার স্বাস্থ্য মন্ত্রক আটটি অলিম্পিক সোনাজয়ী তারকার করোনা সংক্রামিত হওয়ার খবরে সিলমোহর দেয়।

বোল্ট করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার পরেই প্রশ্ন উঠতে শুরু করে ক্রিস গেইলকে নিয়ে। কারণ, গত শুক্রবার বোল্টের জন্মদিনের পার্টিতে রহীম স্টার্লিংয়ের মতো তারকা ফুটবলারের সঙ্গে আমন্ত্রিত ছিলেন গেইলও।

ক্রিস গেইলের যেহেতু আইপিএল খেলতে আমিরশাহি উড়ে যাওয়ার কথা, তাই ভারতীয় ক্রিকেটমহলে তাঁর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা দেয়। বিশেষ করে তাঁর ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পঞ্জাব শিবিরে হঠাৎই দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে আসে।

তারকা ক্রিকেটার অবশ্য সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের আশ্বস্ত করেছেন যে, তাঁর করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ। ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর কাছ থেকে স্বাস্থ্যকর্মীদের নমুনা সংগ্রহের ছবি পোস্ট করে গেইল লেখেন, ‘দিন দু’য়েক আগে প্রথম কোভিট টেস্ট.. যাত্রা করার আগে আমার দু'টি নেগেটিভ টেস্টের প্রয়োজন।'

পরে আরও একটি পোস্টে তিনি লেখেন, 'শেষেরটা (করোনা টেস্ট) আমার নাকের অনেক গভীর পর্যন্ত চলে যায়। যদিও রেজাল্ট নেগেটিভ।'

বন্ধ করুন