আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য চমকপ্রদ দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ১৫ জনের টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হল না ফ্যাফ ডু'প্লেসির। অথচ ডু'প্লেসি ফর্মে নেই, এমনটা বলা যাবে না। বরং, ক'দিন আগেই তিনি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ব্যাট হাতে ধ্বংসাত্মক শতরান করেছেন। তার আগে আইপিএলেও নির্ভরতা দিয়েছেন চেন্নাই সুপার কিংসকে।
একা ডু'প্লেসিই নন, টি-২০ বিশ্বকাপে জায়গা পাননি ক্রিস মরিস। নাম নেই ইমরান তাহিরেরও। এমনকি স্ট্যান্ড-বাই হিসেবেও নাম নেই তিন সিনিয়র তারকার। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন তেম্বা বাভুমা।
উল্লেখযোগ্য বিষয় হল, ক'দিন আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে শতরান করা জানেমন মালানের জায়গা হয়নি টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে। নির্ভরযোগ্য জর্জ লিন্ডে ও ফেলুকাওয়োকে দক্ষিণ আফ্রিকা স্ট্যান্ড-বাই হিসেবে স্কোয়াডে রেখেছে। ১৫ জনের মূল স্কোয়াডে জায়গা হয়নি তাঁদের।
দক্ষিণ আফ্রিকার টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), বর্ন ফরচুইন, রীজা হেনড্রিক্স, হেনরিচ ক্লাসেন (উইকেটকিপার), কেশব মহারাজ, এডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার দাসেন।
স্ট্যান্ড-বাই: জর্জ লিন্ডে, আন্ডিল ফেলুকাওয়ো, লিজাড উইলিয়ামস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।