সিনসিনাটি মাস্টার্সের খেতাব জিতে যুক্তরাষ্ট্র ওপেনের যথাযথ প্রস্তুতি সেরে রাখলেন আলেকজান্ডার জেরেভ ও অ্যাশলে বার্টি। ওয়েস্টার্ন অ্যান্ড সাদার্ন ওপেনের মেনস সিঙ্গলসের ফাইনালে জেরেভ পরাজিত করেন রাশিয়ার আন্দ্রে রুবলেভকে।
অন্যদিকে ওমেনস সিঙ্গলসের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা বার্টি হারিয়ে দেন সুইজারল্যান্ডের ওয়াইল্ড কার্ড এন্ট্রি জিল টাইশমানকে।
অলিম্পিক্স চ্যাম্পিয়ন জেরেভ মাত্র ৫৯ মিনিটেই ৬-২, ৬-৩ স্ট্রেট সেটে উড়িয়ে দেন রুবলেভকে। বিশ্বের পাঁচ নম্বর তারকার এটি কেরিয়ারের ১৭ নম্বর সিঙ্গলস খেতাব। সিনসিনাটির তৃতীয় বাছাই জার্মান টেনিস তারকা এই নিয়ে মোট পাঁচটি এটিপি মাস্টার্স ১০০০ ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন। চলতি মরশুমে এটি তাঁর চার নম্বর খেতাব।
মেয়েদের ফাইানালে সুইস প্রতিপক্ষকে হারাতে বিশেষ বেগ পেতে হয়নি অজি তারকাকে। বিশ্বের ৭৬ নম্বর তারকার বিরুদ্ধে বার্টি ৬-৩, ৬-১ স্ট্রেট সেটে জয় তুলে নেন। অ্যাশলে বার্টি এবার উইম্বলডনের খেতাব জিতলেও সিঙ্গলসে অলিম্পিক্স অভিযান মনে রাখার মতো হয়নি তাঁর।
তবে টোকিও অলিম্পিক্সের মিক্সড ডাবলসে ব্রোঞ্জ পদক জেতেন অজি তারকা। আপাতত কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ওপেনের কোর্টে নামবেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।