বাংলা নিউজ > ময়দান > CK Nayudu Trophy: ৬ উইকেট নিয়ে সুযোগ তৈরি করেন অঙ্কিত, কাজে লাগাতে ব্যর্থ ব্যাটসম্যানরা, পঞ্জাবের কাছে হার বাংলার

CK Nayudu Trophy: ৬ উইকেট নিয়ে সুযোগ তৈরি করেন অঙ্কিত, কাজে লাগাতে ব্যর্থ ব্যাটসম্যানরা, পঞ্জাবের কাছে হার বাংলার

পঞ্জাবের কাছে হার মানল বাংলা। ছবি- সিএবি।

সিকে নাইডু ট্রফির ম্যাচে জয়ের হাতছানি সত্ত্বেও হারতে হল বাংলাকে।

ম্যাচের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পঞ্জাবের স্কোর ছিল ৪ উইকেটে ১৮৪ রান। সেখান থেকে চতুর্থ দিনে পঞ্জাবকে ২৩৩ রানে গুটিয়ে দিয়ে বাংলার সামনে জয়ের সুযোগ এনে দিয়েছিলেন অঙ্কিত মিশ্র। যদিও সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলার ব্যাটসম্যানরা। শেষ ইনিংসে পঞ্জাবের বোলিংয়ের সামনে মাথা নত করে সিকে নাইডু ট্রফির ম্যাচ হেরে বসে বাংলা।

অরুণ জেটলি স্টেডিয়ামে পঞ্জাব তাদের প্রথম ইনিংসে ৩১২ রান তোলে। ৭৫ রান করেন ইকজ্যোত সিং। ৭২ রান করেন পোখরাজ মন। বাংলার হয়ে ৪টি উইকেট নেন মহম্মদ কাইফ। ২টি করে উইকেট দখল করেন সন্দীপন দাস, প্রদীপ্ত প্রামানিক ও অঙ্কিত মিশ্র।

জবাবে ব্যাট করতে নেমে বাংলা তাদের প্রথম ইনিংসে ২৮২ রানে অল-আউট হয়ে যায়। সুদীপ ঘরামি ৮৮, অগ্নিভ পান ৪৯ ও শাকির হাবিব গান্ধী ৪০ রান করেন। ৫টি উইকেট নেন পঞ্জাবের আর্য্যমান।

প্রথম ইনিংসের নিরিখে ৩০ রানে এগিয়ে থাকা পঞ্জাব তাদের দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় ২৩৩ রানে। বিশ্বপ্রতাপ ৫২ রান করেন। ৫৯ রানে ৬ উইকেট নেন অঙ্কিত মিশ্র। সুতরাং জয়ের জন্য বাংলার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৬৪ রানের।

বাংলার শেষ ইনিংস গুটিয়ে যায় ২০৮ রানে। শাকির ৭২, সুদীপ ৩৮, অভিষেক পোড়েল ২২ ও সন্দীপন ২৫ রান করেন। ৪টি উইকেট নেন নমন ধীর। পঞ্জাব ৫৫ রানে ম্যাচ জেতে।

বন্ধ করুন