প্রথম ইনিংসে বাংলার বড় রানের জবাবে জম্মু-কাশ্মীর পালটা দিচ্ছিল বটে, তবে তৃতীয় দিনের শেষবেলায় পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, তাতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে কর্নেল সিকে নাইডু ট্রফির ম্যাচে প্রথম ইনিংসের নিরিখে লিড নেওয়ার পথে বাংলা।
সুদীপ ঘরামির সেঞ্চুরি (১১৫) এবং অঙ্কুর পাল (৮৭), কাজি জুনাইদ (৬৪) ও কৌশিক মাইতির (অপরাজিত ৭৬) হাফ-সেঞ্চুরিতে ভর করে বাংলা প্রথম ইনিংসে ৫১২ রান তোলে। এমন বিরাট ইনিংস তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে জম্মু-কাশ্মীর ৯ উইকেটের বিনিময়ে ৩৭৫ রান তুলেছে। সুতরাং, এখনও বাংলার থেকে ১৩৭ রানে পিছিয়ে রয়েছে তারা।
শুভম সিং জম্মু-কাশ্মীরের হয়ে অধিনায়কোচিত শতরান করেন। তিনি ১২১ রান করে আউট হন। এছাড়া কানহাইয়া বাধবন ৬২, নাসির মুজাফফর ৫৪, আর্য ঠাকুর ৩৮, মুসাইফ আজাজ ২৩ ও আবিদ মুস্তাক ৩৫ রান করেন। সাহিল ১৮ রানে অপরাজিত রয়েছেন।
বাংলার হয়ে ৯১ রানে ৩ উইকেট নিয়েছেন মহম্মদ কাইফ। ৩১ রানে ২টি উইকেট নেন ক্যাপ্টেন কাজি জুনাইদ। এছাড়া ১টি করে উইকেট দখল করেন রবি কুমার, প্রদীপ্ত প্রামানিক, অর্ক সরকার ও কৌশিক মাইতি।