শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া সিকে নাইডু ট্রফির কোয়ার্টার ফাইনালে ব্যাটে বলে অনবদ্য পারফরম্যান্স করলেন মুম্বইয়ের স্যামস মুলানি। আর মূলত তার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই এক রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল মুম্বই দল। কর্ণাটকের প্রথম ইনিংসে ৫২/৫ নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসেও ৭৬/৫ নেন। এরপর ম্যাচ জয়ের জন্য রান তাড়া করতে নামা মুম্বইয়ের একসময় স্কোর ছিল ৫০/৬। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাট হাতে পার্কারের সঙ্গে অবিচ্ছেদ্য ১৯৪ রানের জুটি গড়ে দলের হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন।
খাদের কিনারা থেকে টেনে তুলে দলকে এক অনবদ্য জয় উপ, আর দেন সুবেদ পার্কার, স্যামস মুলানি জুটি। পার্কার ১৬৩ বল খেলে ১০৩ রানে নট আউট থাকেন। তার ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ৪টি ছয়ে। অন্যদিকে স্যামস মুলানি ১৫৩ বল খেলে নট আউট থাকেন ৭৪ রানে। তার ইনিংস সাজানো ছিল ৬টি চারে। সপ্তম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ১৯৪ রানের জুটিতে ভর করে ২৪৪ রানের জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় মুম্বই দল।
সেমিফাইনালে রাজস্থানের বিরুদ্ধে খেলবে মুম্বই দল। ৩১২ বল খেলে গড়া এই ১৯৪ রানের জুটিতে ভর করে অসম্ভবকে সম্ভব করল মুম্বই দল। গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এর আগে বল হাতে কামাল করেছিলেন মুলানি। কর্ণাটকের বিরুদ্ধে দুই ইনিংসেই তিনি পাঁচটি করে উইকেট নেন। ফলে কর্ণাটক প্রথম ইনিংসে ২০৪ এবং দ্বিতীয় ইনিংসে ৩১২ রানে অলআউট হয়ে গিয়েছিল।