বাংলা নিউজ > ময়দান > CK Nayudu Trophy: ফের পাঁচ উইকেট স্যামস মুলানির, অল্প রানেই অলআউট কর্ণাটক

CK Nayudu Trophy: ফের পাঁচ উইকেট স্যামস মুলানির, অল্প রানেই অলআউট কর্ণাটক

ফের পাঁচ উইকেট স্যামস মুলানির। ছবি: টুইটার

অল্প রানেই কর্ণাটককে বেঁধে ফেলতে সমর্থ হয় মুম্বই।

শুভব্রত মুখার্জি: গুজরাটের আমদাবাদ শহরের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ২২ গজের প্রতি যেন বিশেষ ভালবাসা রয়েছে মুম্বইয়ের বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার স্যামস মুলানির। অস্বাভাবিক ধারাবাহিকতার সঙ্গে এই ২২ গজে পরপর ম্যাচে তিনি ইনিংস প্রতি পাঁচটি করে উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন। চলতি কর্ণাটক ম্যাচেও সেই ধারা বজায় রেখে তিনি পেলেন পাঁচটি উইকেট। ফলে অল্প রানেই কর্ণাটককে বেঁধে ফেলতে সমর্থ হয় মুম্বই।

রঞ্জি ম্যাচে ধারাবাহিক ভাল পারফরম্যান্সের পরবর্তীতে এক মাস পরে সিকে নাইডু ট্রফিতেও তার ভাল পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখলেন তিনি। ৫২ রান দিয়ে তুলে নিলেন ৫টি উইকেট। ফলে মাত্র ২০৪ রানে অলআউট হয়ে গেল কর্ণাটক দল। ফলে অনুর্ধ্ব-২৫ পর্যায়ের ট্রফি সিকে নাইডুর কোয়ার্টার ফাইনালে কিছুটা হলেও অ্যাডভান্টেজ মুম্বই।

নিজের চতুর্থ ম্যাচে মুলানির এটি পঞ্চমবার পাচ উইকেট এক ইনিংসে। আর সবকটি পারফরম্যান্স তিনি করেছেন আমদাবাদের এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। রঞ্জিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে তিনি নেন ৫৫/৪, ১১৪/৭। গোয়ার বিরুদ্ধে নেন ১০৭/৬,৬০/৫। ওড়িশার বিরুদ্ধে তিনি নেন ৫৩/২, ৬৪/৫। দিন শেষে ২৫ বছর বয়সি মুলানি জানিয়েছেন এই পারফরম্যান্স দলগত সংহতির পরিচায়ক। একনজরে ম্যাচের সংক্ষিপ্ত স্কোর:

∆ কর্ণাটক :

২০৪/১০ (বিআর শরথ ৪৫, শুভাঙ্গ হেগড়ে ৪৫*, মুলানি ৫২/৫)

মুম্বই : ৮৮/২

(দিব্যাংশ সাক্সেনা ৪৫,আমরান জাফর ২৬)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন