অনূর্ধ্ব-২৫ কর্নেল সিকে নাইডু ট্রফির শুরুটা মন্দ হল না বাংলার। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনে দাপট দেখালেন বাংলার ব্যাটসম্যানরা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় জম্মু-কাশ্মীর। শুরুতেই ওপেনার শাকির হাবিব গান্ধী (১) আউট হলেও অঙ্কুর পালকে নিয়ে বাংলাকে শক্ত ভিতে বসিয়ে দেন সুদীপ ঘরামি। দ্বিতীয় উইকেটের জুটিতে দু'জনে ১৬৩ রান যোগ করেন। শেষে অঙ্কুর আউট হন ব্যক্তিগত ৮৭ রানের মাথায়। যেভাবে ব্যাট করছিলেন বাংলার তরুণ ওপেনার, তাতে নিশ্চিত শতরান হাতছাড়া করেন বলা যায়। ১৩৮ বলের ইনিংসে তিনি ১৫টি বাউন্ডারি মারেন।
সুদীপ ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিনি ১৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮৮ বলে ১১৫ রান করে আউট হন। অগ্নিভ পান ১৮ রান করে সাজঘরে ফেরেন। অভিষেক পোড়েলকে সঙ্গে নিয়ে প্রথম দিনের বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেন ক্যাপ্টেন কাজি জুনাইদ।
আপাতত প্রথম দিনের শেষে বাংলা তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৩৩১ রান তুলেছে। কাজি জুনাইদ ১০টি বাউন্ডারির সাহায্যে ১৩৫ বলে ৬৪ রান করে অপরাজিত রয়েছেন। ৮টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ৪১ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত রয়েছেন অভিষেক পোড়েল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।