শুভব্রত মুখার্জি: মাত্র কয়েকমাস আগেও তিনি ছিলেন ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের হেড কোচ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রীর প্রশিক্ষণে ভারতীয় দল একাধিক সাফল্য অর্জন করেছে। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের পরবর্তীতে তাকে সিনিয়র ভারতীয় দলের কোচের পদ থেকে কার্যত সরানো হয়। কোচের দায়িত্ব ছাড়ার পরবর্তীতে তিনি ফের ফিরে গিয়েছেন তার পুরনো 'অবতারে'। ধারাভাষ্যকার রূপে তাকে ফের দেখা যাচ্ছে চলতি আইপিএলে। আমদাবাদে ১৫তম মরশুমের ফাইনালে টসে অফিসিয়াল ব্রডকাস্টারদের হয়ে উপস্থিত ছিলেন রবি শাস্ত্রী। আর টসে তার উপস্থিতি দেখে উচ্ছ্বসিত দর্শকরা।
প্রসঙ্গত ২০১৭ সালে ভারতীয় সিনিয়র দলের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে আর দেখা যায়নি কমেন্ট্রি বক্সে। ২০২২ সালে তার প্রত্যাবর্তন ঘটেছে ফের ধারাভাষ্যকারের ভূমিকায়। শাস্ত্রী চলতি আইপিএলে ব্রডকাস্টারদের হয়ে বিশেষজ্ঞ প্যানেলে থাকলেও ফাইনালেই তিনি দায়িত্ব ফিরলেন ধারাভাষ্যকার হিসেবে। করালেন টসও। ফাইনালের প্রথম চার ওভারে সামলালেন ধারাভাষ্যকারের ভূমিকাও।
টসে জিতে হার্দিক পান্ডিয়া বল করার সিদ্ধান্ত নেন। টসের সময় শাস্ত্রীর কন্ঠস্বরে ফিরে এল যেন দীর্ঘদিন আগের নস্টালজিয়া। শাস্ত্রীর প্রত্যাবর্তনে দর্শকদের উচ্ছ্বাসে ভাসল টুইটার। উল্লেখ্য ভারতীয় দলের কোচ থাকাকালীন ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে না পারার হতাশাও ব্যক্ত করেছিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।