কলম্বো স্ট্রাইকার্সের ওপেনার বাবর আজম লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথম হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। সোমবার বি-লাভ ক্যান্ডির বিরুদ্ধে পাক অধিনায়ক অর্ধশতরান করেন। সেই সঙ্গে ম্যাচের সেরাও হন তিনি। তবে এত কিছুর পরেও গলার কাছে কাঁটায় মতো খচখচ করবে বাবরের লজ্জার নজির।
বাবর হাফসেঞ্চুরি পূরণ করতে ৪৮টি বল লাগিয়েছেন। আর এত বেশি বলে অর্ধশতরান করার কারণেই তিনি লজ্জার নজির গড়েছেন। লঙ্কা প্রিমিয়ার লিগে এত বেশি বল খেলে এর আগে কেউ কখনও হাফসেঞ্চুরি করেনি। এটি এলপিএলের ইতিহাসে মন্থরতম হাফসেঞ্চুরি। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগে মন্থরতম হাফসেঞ্চুরির রেকর্ড ছিল অভিষ্কা ফার্নান্দোর। তিনি জাফনা কিংসের হয়ে ডাম্বুলা অরার বিরুদ্ধে ২০২২ এলপিএলে ৪৭টি ডেলিভারিতে হাফসেঞ্চুরি পূরণ করেছিলেন। বাবর আজম এদিন তাঁর থেকে এক বল বেশি নেন।
আরও পড়ুন: ৯ বছর ২৫২ দিন পর ফের ODI-তে সুযোগ পেলেন উনাদকাট, গড়লেন নয়া রেকর্ড
টস জিতে প্রথম ব্যাট করতে নেমেছিল কলম্বো স্ট্রাইকার্স। শুরুতেই দলের ৪ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। ওপেন করতে নেমে দলের অধিনায়ক নিরোশান ডিকওয়েলা ৪ বলে ৪ করে সাজঘরে ফেরেন। এর পর ওয়ান ডাউনে নেমে পাথুম নিসঙ্কাও ১২ বলে ১৫ করে আউট হয়ে যান। দলের ৩৩ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বসে থাকে কলম্বো। সেই সময়ে বাবরই হাল ধরেন। এবং কার্যত খুঁটি হয়ে উইকেট আগলে রাখেন। তিনি টুকটুক করে দলের স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন। তৃতীয় উইকেটে তাঁকে কিছুটা সঙ্গত করেছিলেন নুওয়ানিদু ফার্নান্দো। তৃতীয় উইকেটে বাবর এবং নুওয়ানিদু ৬০ রানের পার্টনারশিপও করেন। তবে ৩১ বলে ২৮ করে নুওয়াদু আউট হয়ে যান।
আরও পড়ুন: আমারও কুসংস্কার রয়েছে- খেলতে নেমে তাই কী করেন রিঙ্কু? জানালেন KKR তারকা
এর পরে বাকিরা কেউই ১৫ রানেও পৌঁছতে পারেননি। বাবর ৫২ বলে ৫৯ রান করেন আউট হন। তাঁর ইনিংসে ছিল মাত্র ৪টি চার এবং একটি ছয়। স্ট্রাইকরেট ১১৩.৪৬। তবে বাকি ব্যাটারদের বেহাল অবস্থার মাঝে বাবরের ইনিংসই ছিল কলম্বোর কাছে অক্সিজেন। তাঁর হাফসেঞ্চুরির সৌজন্যে ৬ উইকেটে ১৫৭ করে কলম্বো। ক্যান্ডির হয়ে ৩ উইকেট নিয়েছেন ইসুরু উদানা। ২ উইকেট নিয়েছেন মহম্মদ হাসনাইন।
এদিকে ১৫৮ রান তাড়া করতে নেমে ক্যান্ডির কোনও প্লেয়ারই বড় রান করতে পারেননি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ক্যান্ডির হয়ে সর্বোচ্চ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি ২২ বলে ২৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ সরফরাজ আহমেদের। তিনি ২১ বলেে ১৬ করে অপরাজিত থাকেন। ১৫ রান করেছেন কামিন্দু মেন্ডিস। বাকিরা ১৫ রানেও পৌঁছতে পারেননি। কলম্বোর হয়ে মাথিশা পাথিরানা ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ এবং জেফরি ভ্যান্ডারসে। ২৭ রানে ম্যাচ জিতেছে কলম্বো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।