বাংলা নিউজ > ময়দান > খুলনাকে হারিয়ে বিপিএলের প্লেঅফ নিশ্চিত করল কুমিল্লা

খুলনাকে হারিয়ে বিপিএলের প্লেঅফ নিশ্চিত করল কুমিল্লা

বিপিএলের প্লেঅফ নিশ্চিত করল কুমিল্লা

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করতে সমর্থ হয়েছিল কুমিল্লা

শুভব্রত মুখার্জি: চলতি বাংলাদেশ প্রিমিয়র লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লে-অফ নিশ্চিত করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল দল। চলতি আসরের ২৭তম ম্যাচে খুলনা টাইগার্সকে ৬৫ রানে হারিয়ে সহজ জয় পেল কুমিল্লা। এই জয়ে ফলে তারা ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল। কুমিল্লার বিরুদ্ধে ম্যাচে পরাজয়ের ফলে শেষ চারে কোয়ালিফাই করার বিষয়ে সংশয়ে থাকল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা।

অপরদিকে চলতি বিপিএলের ২৭ তম ম্যাচের ফলাফলে ফরচুন বরিশালের পর নিশ্চিত হল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোয়ালিফায়ারের টিকিট। ৮ম বিপিএলের আসরের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ও বরিশাল দুই দল। যে দল জিতবে তাদের ক্ষেত্রে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করা সম্ভব হবে। পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে। সেই ম্যাচ জিতলে তবেই তারা ফাইনালে প্রবেশ করতে পারবে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করতে সমর্থ হয়েছিল কুমিল্লা। ৩৫ বলে ৭৫ রানের মারকুটে এক ইনিংস উপহার দেন ইংল্যান্ডের সিনিয়র ক্রিকেট দলের অলরাউন্ডার মইন আলী। যিনি আবার ঘটনাচক্রে ২০২১ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলেছিলেন। আলীর ইনিংস সাজানো ছিল একটি চার এবং ৯ টি দানবীয় ছক্কায়। এদিন ম্যাচে ১৭ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে কুমিল্লার হয়ে ভালো শুরু করেছিলেন লিটন দাস। ফাফ ডু প্লেসি মাত্র ৩৬ বল খেলে করেন ৩৮ রান।

১৮৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারে খুলনার ব্যাটারদের ব্যাটে যেন ঝড় ওঠে। প্রথম ওভারে ১৭ রান তারা করতে সক্ষম হন ক্যারিবিয়ান মারকুটে স্বভাবের ব্যাটার আন্দ্রে ফ্লেচারের সৌজন্যে। তবে দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে সাজঘরে পরপর ফিরে যান দুই ওপেনার। এখানেই কার্যত ব্যাকফুটে চলে যায় খুলনা। এরপর ম্যাচে আর তাদের পক্ষে ফেরা সম্ভব হয়নি। সৌম্য সরকার ২৫ বলে ২২, ইয়াসির আলীর ১৯ বলে ১৮ ও থিসারা পেরেরা ২৩ বলে ২৬ রান করলেও দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। কুমিল্লার বোলাররা নিয়মিত ব্যবধানে সাফল্য এনে দেন দলকে। ১৯.৩ ওভারে খুলনার ১২৩ রানে অলআউট হয়ে যায়। কুমিল্লার হয়ে আবু হায়দার রনি তিনটি, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মইন আলী দু'টি করে উইকেট পান।

∆ কুমিল্লা ভিক্টোরিয়ান্স:

১৮৮/৬

(মইন ৭৫, পেরেরা ২৮/২)

∆ খুলনা টাইগার্স:

১২৩/১০

(সৌম্য ২২,রনি ১৯/৩)

৬৫ রানে জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বন্ধ করুন
Live Score