শুভব্রত মুখার্জি: ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। দ্বিতীয় ডব্লুটিসি ফাইনালে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দুই দল। ৭ জুন থেকে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে দুই দল। প্রথম ডব্লুটিসি ফাইনালে ভারতকে হারতে হয়েছে নিউজিল্যান্ডের কাছে। ফলে দ্বিতীয় বারে শিরোপা জিততে মুখিয়ে রয়েছে তারা। তবে শক্তিশালী প্যাট কামিন্স বাহিনীর বিরুদ্ধে তাদের কাজটা যে মোটেও সহজ হবে না তা বিলক্ষণ জানেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এমন আবহে ডব্লুটিসি ফাইনাল শুরুর আগেই অবশ্য ভারতের থেকে কিছুটা হলেও অজিদেরকে এগিয়ে রাখছেন প্রাক্তন স্পিডস্টার ব্রেট লি।
আরও পড়ুন: একদিনে অনেকটা ঘাস ছাঁটাই ওভালের পিচ থেকে, কার্তিকের আপডেটে চাপ কমল ভারতীয় সমর্থকদের
লি'র মতে ওভালের পরিবেশ, পরিস্থিতি অনেকটাই অজিদের পক্ষে যাবে। ফলে এই ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থাকবে তারা। আর সেই কারণেই ডব্লুটিসি ফাইনালে খেলতে নামার আগে অজিদেরকে এগিয়ে রাখছেন তিনি। তাঁর মতে, শেষ কয়েক বছরে অজি দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এখন দল আগের থেকে অনেকটাই গোছানো। ফলে দল হিসেবে খেলতে সমস্যায় পড়বে না অজিরা। এমনটাই ধারণা তাঁর। ব্রেট লি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেট দলকে নতুন ভাবে সাজানো হয়েছে। নতুন ভাবে ঢেলে সাজিয়ে দল গঠন করা হয়েছে। আমি মনে করি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ খুব শক্তিশালী। প্রথম ৫-৬ জন ব্যাটার তো তাদের পজিশনে একেবারে সেটেলড।’
আরও পড়ুন: ভরত না কিষাণ? অশ্বিন নাকি চার পেসার? কী হতে পারে অজিদের বিরুদ্ধে ভারতের একাদশ?
দুই দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার এই ম্যাচে খেলতে পারছেন না। ভারত যেমন জসপ্রীত বুমরাহকে পাবে না। তেমন অজি দল থেকেও ছিটকে গিয়েছেন জশ হ্যাজেলউড। জিও সিনেমাতে ম্যাচের প্রিভিউ শোতে লি বলেছেন, ‘কে ফেভারিট, সেটা বলাটা অনেকটা চুলচেরা বিশ্লেষণের মতোই হবে। দুই দল এই ফাইনালে নামার আগে যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। আর সেই কারণেই বেশ ভালো একটা ফাইনাল আমরা উপহার পেতে চলেছি। তবে ফেভারিট যদি বাছতেই হয়, আমি তা হলে অজিদেরকে কিছুটা এগিয়ে রাখব। আমি সম্প্রতি ওদের যা খেলা দেখেছি এবং ওভালে যে পরিবেশ বা পরিস্থিতি সাধারণত থাকে, সেই সব মাথায় রেখেই আমি অজিদেরকে এগিয়ে রাখব।’ প্রসঙ্গত ডব্লুটিসির পয়েন্ট তালিকার শীর্ষে শেষ করেছিল অজিরা। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট পেয়েছিল তারা। ১৯ টি টেস্ট ম্যাচ খেলে ১১ টিতেই জেতে তারা। মাত্র তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল তাদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।