শুভব্রত মুখার্জি: গত বছরেও ভারতের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে মাতিয়েছেন সূর্যকুমার যাদব। টি-২০ বিশ্বকাপেও স্বপ্নের ফর্মে ব্যাট করেছেন তিনি। বেশ কিছু শট এমন অবলীলায় খেলেছেন যা দেখে হতবাক বিশেষজ্ঞরাও। সেই সূর্যকুমার যাদব হঠাৎ করেই চলতি বছরে যেন ফর্মহীনতায় ভুগছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে একেবারেই ফর্মে নেই সূর্য।দুটি ম্যাচেই প্রথম বলে আউট হয়েছেন তিনি। অর্থাৎ গোল্ডেন ডাক হয়েছেন তিনি। এরপরেই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। অনেকেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলে সূর্যের জায়গা পাবেন কি পাবেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন আবহে সূর্যের পাশে দাঁড়িয়েছেন দলের হেড কোচ রাহুল দ্রাবিড়।
সূর্যের সম্প্রতি হওয়া পরপর গোল্ডেন ডাক নিয়েও মুখ খুলেছেন রাহুল দ্রাবিড়। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্রাবিড় জানিয়েছেন, ‘আমাদের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হল প্রথম একাদশের সঠিক ভারসাম্য খুঁজে বের করা। এই মুহূর্তে বিভিন্ন সময়ে আমরা প্রথম একাদশে নানা কম্বিনেশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করব। আমাদের লক্ষ্য থাকবে বিশ্বকাপে দলে অর্থাৎ প্রথম একাদশে সঠিক ভারসাম্য বজায় রাখা। বিশ্বকাপে আমরা এই বিষয়ে যাতে কোন চমক না থাকে সেই বিষয়টা নিশ্চিত করব।’
আরও পড়ুন… IPL 2023-এর অনুশীলনে চোট পেলেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার! তালিকায় রয়েছেন আরও একজন
শ্রেয়স আইয়ারের অনুপস্থিতি নিয়ে বলতে গিয়ে রাহুল দ্রাবিড় জানান, ‘সত্যি বলতে শ্রেয়সের চোট পাওয়াটা খুব দুর্ভাগ্যজনক। আমাদের দলে যারা রয়েছে তাদের মধ্যে চার নম্বরে ব্যাট করেন শ্রেয়স। বেশিরভাগ সময়েই ওই পজিশনেও ব্যাটিং করেছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে পজিশনে সে ব্যাট করে আমরা তাঁকে সেই পজিশনেই ব্যাট করানোর চেষ্টা করি। বিশ্বকাপের আগে থেকে গত দুই বছর ধরেই এটা আমরা করছি। আমরা গত কয়েকবছরে অনেক বেশি টি-২০ ক্রিকেট খেলেছে। তুলনামূলকভাবে ওয়ানডে ক্রিকেট কম খেলেছি। ফলে আমরা আমাদের হাতে অপশন তৈরি করে রাখতে চাই যাতে করে চোট আঘাতের সমস্যা হলে যাতে করে আমাদের হাতে অপশন তৈরি থাকে।’
আরও পড়ুন… ভিডিয়ো: ব্রিট লির হাতে গিটার, গান গাইছেন হরভজন সিং! সুরের আড্ডায় তারকাদের যুগলবন্দি
সূর্যর ফর্ম সম্বন্ধে বলতে গিয়ে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ‘সূর্য অনেক বেশি টি-২০ ক্রিকেট খেলেছে সম্প্রতি। প্রচুর টি-২০ ক্রিকেট খেললেও সূর্য কিন্তু খুব বেশি ওয়ানডে ম্যাচে খেলেননি। সেই কারণেও আমি মনে করি ওঁকে কিছুটা সময় ওয়ানডেতে আমাদের দেওয়া উচিত। আমি নিশ্চিত এর ফলে ওকে ভালো পারফরম্যান্স করতে আমরা দেখতে পাব।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।