প্রথম ইনিংসের নিরিখে বড় রানে পিছিয়ে পড়েও হায়দরাবাদের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফির ম্যাচে দুরন্ত জয় বাংলার। কোটলায় হায়দরাবাদকে ১৫১ রানের বড় ব্যাবধানে পরাজিত করে ৬ পয়েন্ট ঘরে তোলে অভিষেক পোড়েলের নেতৃত্বাধীন বাংলা দল।
শুরুতে ব্যাট করে বাংলা প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২১৯ রানে। ক্যাপ্টেন অভিষেক পোড়েল ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৫৪ রানে ৫ উইকেট নেন হায়দরাবাদের পৃথ্বী। পালটা ব্যাট করতে নেমে হায়দরাবাদ প্রথম ইনিংসে অল-আউট হয় ৩০৬ রানে। সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ৮৭ রানের বড়সড় লিড নেয় হায়দরাবাদ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা তৃতীয় দিনের শেষে ৯ উইকেটের বিনিময়ে ৩৮৩ রান তুলেছিল। চতুর্থ দিনে আর নতুন করে ব্যাট করতে নামেনি তারা। দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে শেষ দিনের শুরু থেকেই হায়দরাবাদকে রান তাড়া করার আমন্ত্রণ জানান অভিষেক।
সুতরাং, প্রথম ইনিংসের লিড বাদ দিয়ে হায়দরাবাদের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৯৭ রানের। দ্বিতীয় ইনিংসে রাহুল চৌধুরী ১২১ রান করে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অভিষেক দ্বিতীয় ইনিংসেও ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া শশাঙ্ক সিং ৫৪ ও দেবপ্রতীম ৪৭ রান করেন।
শেষ ইনিংসে হায়দরাবাদ অল-আউট হয়ে যায় মাত্র ১৪৫ রানে। ক্যাপ্টেন ভিগনেশ রেড্ডি দলের হয়ে সবথেকে বেশি ৪৬ রান করেন। উইকেটকিপার অবনীশ করেন ৩০ রান। বাংলার হয়ে শেষ দিনে ২৬ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন তৌফিক উদ্দীন। ৩৫ রানে ৩টি উইকেট নেন সিদ্ধার্থ সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।