নট-আউটের টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলার। এবার অন্ধ্রপ্রদেশকে হারিয়ে বাংলা অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফির কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল।
অন্ধ্রর সামনে জয়ের জন্য ২৪৪ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দিয়েছিল বাংলা। শেষ দিনে রান তাড়া করতে নেমে অন্ধ্র তাদের দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ১৮৬ রানে। ৫৭ রানের ব্যবধানে জয় তুলে নেয় বাংলা।
শেষ দিনে বাংলার হয়ে একাই ৭ উইকেট নেন সিদ্ধার্থ সিং। ২০.৫ ওভার বল করে তিনি খরচ করেন ৬৪ রান। এছাড়া প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া তৌফিক উদ্দিন দ্বিতীয় ইনিংসে দখল করেন ২টি উইকেট। ১টি উইকেট নিয়েছেন দেবপ্রতীম হালদার।
অন্ধ্রর হয়ে দ্বিতীয় ইনিংসে সব থেকে বেশি ৪৮ রান করেন ভেঙ্কট রাহুল। ৪৫ রান করেন ক্যাপ্টেন হেমন্ত রেড্ডি। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে বাংলা মাঠে নামবে হরিয়ানার বিরুদ্ধে।
সংক্ষিপ্ত স্কোর:-
বাংলা প্রথম ইনিংস: ৩১৬ (অভিষেক পোড়েল ৭৬, শশাঙ্ক সিং ৭৩, রোহিত রাম ৫৪, তৌফিক উদ্দিন ৫২, হেমন্ত কুমার ৬৭/৫, মল্লিকার্জুন ৭৭/৪)।
অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিংস: ২৯৪ (ভেঙ্কট রাহুল ১০৮, হেমন্ত রেড্ডি ৮৫, কেএস রাজু ৬০, তৌফিক উদ্দিন ১০৮/৭)।
বাংলা দ্বিতীয় ইনিংস: ২২১ (অভিষেক পোড়েল ৯০, রাহুল চৌধুরী ৩১, আদিল হুসেন ৬৪/৪)।
অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় ইনিংস: ১৮৬ (ভেঙ্কট রাহুল ৪৮, হেমন্ত রেড্ডি ৪৫, সিদ্ধার্থ সিং ৬৪/৭)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।