বাংলা নিউজ > ময়দান > Copa 2021: গ্রুপ লিগের শেষ ম্যাচের আগেই নেইমারদের হুঁশিয়ারি মেসিদের হেড স্যারের

Copa 2021: গ্রুপ লিগের শেষ ম্যাচের আগেই নেইমারদের হুঁশিয়ারি মেসিদের হেড স্যারের

মেসি এবং লিওনেল স্কালোনি।

টানা ১০ ম্যাচে জয়ের পরে কোপা আমেরিকায় প্রথম হোঁচট খেল তিতের দল। টুর্নামেন্টের গ্রুপ লিগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করে তারা। প্রায় দেড় বছর পর প্রথম বার জয় হাতছাড়া করে ব্রাজিল।

২০১৯ সালের নভেম্বর মাসে আর্জেন্তিনার বিরুদ্ধে শেষ বার হেরেছিল নেইমারের ব্রাজিল। তার পর থেকে অপরাজিত তকমাটা ধরে রেখেছে সেলেকাওরা। টানা ১০ ম্যাচ জয়ের পরে কোপা আমেরিকায় প্রথম হোঁচট খায় তিতের দল। টুর্নামেন্টের গ্রুপ লিগের ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করে তারা। প্রায় দেড় বছর পর প্রথম বার জয় হাতছাড়া করে ব্রাজিল। 

তবে এই ড্র নিয়ে খুব বেশি মাথা ঘামাতে রাজি নন তিতের ছেলেরা। বরং অনেকেরই আশা, এ বারের কোপা আমেরিকায় ব্রাজিলই নিশ্চিত ভাবে চ্যাম্পিয়ন হতে চলেছে। এই পরিস্থিতিতে আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি পাল্টা হুঙ্কার দিলেন নেইমারদের। বলে দিলেন, ‘আপনারা মনে রাখবেন, ব্রাজিলকে কিন্তু শেষ হারিয়েছিলাম আমরাই।’

কোপার যা সূচি, তাতে ব্রাজিল-আর্জেন্তিনার দেখা হতে পারে একমাত্র দুই দল ফাইনালে উঠলে। দুই দলের জন্যই যদিও তা এখনও অনেকটাই দূরের পথ। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সম্ভাব্য লড়াইয়ের আশায় এখন থেকেই কোপার উত্তাপ বাড়তে শুরু করেছে। রোমাঞ্চ ছড়াচ্ছে বিশ্ব ফুটবলে। গ্রুপ পর্বে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনেও উঠল সেই প্রসঙ্গ। ব্রাজিলকে নিয়ে বলার পাশাপাশি আর্জেন্তিনা কোচ লিওনেল মেসিকে নিয়েও নিজের মত জানান।

ব্রাজিল আর্জেন্তিনা ফাইনাল ম্যাচ প্রসঙ্গে প্রশ্ন করতেই উত্তেজিত হয়ে যান মেসিদের হেড স্যার লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘ব্রাজিল শেষ ম্যাচ হেরেছে আর্জেন্তিনার কাছেই (২০১৯ সালের নভেম্বরে, ১-০)। সৌদি আরবে ম্যাচটিতে দুই দলই সমানে সমানে লড়াই করেছিল। দু'টি শক্তিশালী দলের লড়াইয়ে যে কোনও ফল হতেই পারে। ওদের সঙ্গে খেলা হলে লড়াইটা দারুণ উপভোগ্য হবে।’

এরপরে মেসি প্রসঙ্গে লিওনেল স্কালোনি বলেন, ‘এই দলে একজনই আছে, যার জায়গা নিশ্চিত। সবাই জানে, সে কে। বাকিদের জায়গা অর্জন করে নিতে হবে। আমাদের ভিত শক্ত। প্রতি ম্যাচ ধরে এগোতে হবে। গা ছাড়া ভাবের কোনও জায়গা নেই।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন