Brazil vs Paraguay: অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৯ জুন) ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। একটি করে গোল করেছেন স্যাভিও ও লুকাস পাকেতা। প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেছেন ওমর আলদেরেতে। গত ম্যাচেই কোস্টারিকার বিরুদ্ধে ১৯টি শট নিয়েও গোল করতে পারেনি ব্রাজিল। গোল মিসের হতাশাকে সঙ্গী করে এক পয়েন্ট নিয়েই কোপার মিশন শুরু করেছিল ব্রাজিল। আজ প্যারাগুয়ের বিরুদ্ধে একই স্মৃতি চোখ রাঙানি দিচ্ছিল। শুরুর দিকে ভিনিসিয়াস জুনিয়র-রদ্রিগোদের আক্রমণ দানা বাঁধছিল না। এমনকি পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন লুকাস পাকেতা। ফলে আশঙ্কার মেঘটা ক্রশও ঘন হতে শুরু করেছিল।
আরও পড়ুন… Copa America 2024: কোস্টারিকাকে ৩-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল কলম্বিয়া
কিন্তু প্রথমার্ধের শেষ ১০ মিনিটের ঝড়ে সে শঙ্কার মেঘ দূরে পাঠান ভিনিসিয়স স্যাভিওরা। প্যারাগুয়ের রক্ষণকে রীতিমতো তছনছ করে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। জোড়া গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। অন্য গোল করেটি স্যাভিওর। দ্বিতীয়ার্ধে ব্রাজিল গোল পেয়েছে আরও একটি। এবার পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি পাকেতা। মাঝে প্যারাগুয়ে একটি গোল ফিরিয়ে দিলেও ৪-১ গোলের বড় পায় ব্রাজিল।
আরও পড়ুন… T20 WC 2024 Final Live Streaming: কখন, কোথায়, কীভাবে ফ্রিতে দেখতে পাবেন IND vs SA ফাইনাল ম্যাচ
আজ লাস ভেগাসে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছিল ব্রাজিল। তবে প্রথম দিকে গোলটা কোনও ভাবেই পাচ্ছিল না তারা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়াস জুনিয়রের প্রচেষ্টা আটকে যায় প্যারাগুয়ের জমাট রক্ষণে। চার মিনিট পর জোয়াও গোমেসের দূর পাল্লার শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। তবে ম্যাচের ১৫ মিনিটে প্রতি আক্রমণে প্রায় গোল খেয়ে বসেছিল ব্রাজিল। প্যারাগুয়ে স্ট্রাইকার দেমিয়ান বোবাদিলার শট ব্রাজিল ডিফেন্ডার এদের মিলিতাওয়ের পায়ে লেগে দিক বদলে যায় ও অল্পের জন্য রক্ষা পায় সেলেকাওরা।
আরও পড়ুন… বার্বাডোজের পিচে কি ঘূর্ণি নাচবেন প্রোটিয়ারা, নাকি রাবাডাদের পেসে বিপাকে পড়বেন কোহলিরা?
২৩ মিনিটে মার্কুইনেসের হেড অল্পের জন্য গোল হয়নি। কর্নার থেকে নেওয়া পিএসিজি ডিফেন্ডারের হেড চলে যায় পোস্টের ওপর দিয়ে। ম্যাচের ৩১ মিনিটে গোলের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করে ব্রাজিল। নিজেদের ডি বক্সের ভেতর প্যারাগুয়ে মিডফিল্ডার আন্দ্রেস কুবাসের হ্যান্ডবলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন পাকেতা। শট নেন পোস্টের অনেক বাইরে দিয়ে। ব্রাজিলকে অবশ্য বেশিক্ষণ আফসোসে করতে হয়নি। ৩৫ মিনিটে সতীর্থদের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস। কোপায় এটি মাদ্রিদ তারকার প্রথম গোল। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্যাভিও। এ গোলের পরেই দলের হয়ে তৃতীয় ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস।
আরও পড়ুন… T20 WC 2024: এটা তো ভারতের টুর্নামেন্ট- ইংল্যান্ড হারতেই পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মাইকেল ভন
দ্বিতীয়ার্ধে অবশ্য প্রায়শ্চিত্ত করেন আলদেরেতে। ম্যাচের ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ একটি শট নেন এবং প্রতিপক্ষকে গোল ফিরিয়ে দেন। এর তিনি মিনিট পরে প্যারাগুয়ের দারুণ একটি আক্রমণ ঠেকান আলিসন। কিন্তু ধীরে ধীরে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। এরমধ্যে ৬৫ মিনিটে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় স্কোরলাইন ৪-১ করেন পাকেতা। শেষদিকে দুদলই গোলের চেষ্টা করলেও স্কোরলাইন আর পরিবর্তন হয়নি। অবশ্য ম্যাচের ৮১ মিনিটে লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ে মিডফিল্ডার কুবাস। আগামী মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে খেলা হবে সেই ম্যাচটি। এখন দেখার কলম্বিয়া তাদের অশ্বমেধের ঘোড়া চালিয়ে যেতে পারে কিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।