শুভব্রত মুখার্জি: পেনাল্টিতে ভ্যালেন্সিয়াকে হারিয়ে কাপ জয় সম্পন্ন করল রিয়াল বেটিস। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়তে খেলা অমীমাংসিত থাকার পরে তা গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানেই শেষ হাসি হাসে রিয়াল বেটিস দল। ভালেন্সিয়াকে হারিয়ে দীর্ঘ ১৭ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন হল বেটিস।
সেভিয়াতে ভারতীয় সময় শনিবার রাতে ফাইনালে বোরহা ইগলেসিয়াসের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বেটিস। এরপর ভ্যালেন্সিয়ার হয়ে ম্যাচে সমতা ফেরান হুগো ডুরো। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলার ফল ছিল ১-১। পরবর্তীতে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে শিরোপা জয় নিশ্চিত করে বেটিস।
শুট আউটে বেটিসের পাঁচটি শটের পাচটিতেই গোল হয়। অন্যদিকে ভ্যালেন্সিয়া তাদের পাঁচটির মধ্যে চারটি শটে গোল করতে সক্ষম হয়। তাদের চতুর্থ শট নিতে এসে তা বাইরে উড়িয়ে দেন যুক্তরাষ্ট্রের উইঙ্গার ইউনুস মুসাহ। বেটিসের হয়ে শেষ শটে হুয়ান মিরান্ডা লক্ষ্যভেদ করার সঙ্গে সঙ্গেই কোপা ডেল রে জয়ের উৎসবে ভাসে গোটা বেটিস দল।
প্রসঙ্গত এই নিয়ে তৃতীয়বার কোপা ডেল রের শিরোপা জিতল বেটিস। তারা আগের দুবার শিরোপা জিতেছিল ১৯৭৭ ও ২০০৫ সালে। একাদশ মিনিটে ম্যাচের প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় বেটিস। দারুণ এক হেডে বল জালে পাঠান ইগলেসিয়াস। ৩০তম মিনিটে ভালেন্সিয়াও প্রথম সুযোগ পেয়ে সমতা ফেরায়। চিপ শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান ডুরো। টাইব্রেকারেও লড়াই হলো দারুণ। কিন্তু একমাত্র ভুলটা করেন মুসাহ। সুযোগ কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হল লা লিগার পয়েন্ট টেবিলে আপাতত পাঁচ নম্বরে থাকা বেটিস। ২০০৪-০৫ মরশুমের কোপা ডেল রে জয়ের পর এই প্রথম মেজর কোনও শিরোপা জিতল দলটি। স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদকে ছাড়া হলো কোন ফাইনাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।