দেশে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। করোনা সংক্রমণ ধরা পড়েছে ময়দানেও। বেশ কয়েকটি দলের ফুটবলার আক্রান্ত হওয়ায় আপাতত স্থগিত হয়ে গিয়েছে আই লিগ। কোপ পড়তে পারে অন্য খেলাতেও। এরমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন লক্ষ্মীরতন শুক্লা।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। সোমবার দুপুরে নমুনা পরীক্ষা করা হয় লক্ষ্মীর। রাতে রিপোর্ট পজিটিভ আসে। তার পর থেকে নিজের আবাসনের একটি আলাদা ফ্ল্যাটে নিভৃতবাসে রয়েছেন বাংলার অনূর্ধ্ব ২৩ দলের কোচ। এই বিষয়ে প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘জ্বর রয়েছে। তবে বাড়িতেই আছি আপাতত।’
এ দিকে রবিবার রাতেই জানা গিয়েছে, বাংলা দলের সাত জন করোনা আক্রান্ত। এঁদের মধ্যে সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, গীত পুরি, কাজি জুনেইদ সইফিরা যেমন রয়েছেন, তেমনই করোনা আক্রান্ত সহকারী কোচ সৌরাশিস লাহিড়ীও। তবে কারও শরীরে কোনও উপসর্গ নেই। এমন অবস্থায় সিএবির কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।