
করোনায় থাবা এবার দুবাইয়ে ICC-র সদর দফতরে, আক্রান্ত একাধিক কর্তা
১ মিনিটে পড়ুন . Updated: 28 Sep 2020, 01:48 PM IST- আগামী কয়েকদিন বন্ধ থাকছে আইসিসির সদর দফতর।
শুভব্রত মুখার্জি
করোনাভাইরাসের প্রকোশ থেকে যেন রক্ষা নেই কারোর। এবার সেই ভাইরাসের থাবা এসে পড়ল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ইন্টান্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দফতরে। দুবাইয়ে আইসিসির সদর দফতরের কয়েকজন আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরশাহির কোভিড প্রোটোকল অনুযায়ী আক্রান্তদের স্বেচ্ছায় আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে আধিকারিক ও কর্তাদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে আইসিসির তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে যাঁরা করোনায় আক্রান্তদের সংর্স্পশে এসেছিলেন, তাঁদের নিভৃতবাস পাঠানো হয়েছে বলে খবর।
সেই পরিস্থিতিতে আগামী কয়েকদিন বন্ধ থাকছে আইসিসির সদর দফতর। সেই সময় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কর্তারা বাড়ি থেকেই কাজ করবেন। তবে মরু শহরে আইসিসির অ্যাকাডেমি খোলা থাকবে। কারণ আইপিএলের ছ'টি দল আইসিসির অ্যাকাডেমিতে অনুশীলন করছে। আইসিসি অ্যাকাডেমি এখনও পর্যন্ত সুরক্ষিত আছে বলে খবর।