শাহিন আফ্রিদি বনাম চেতেশ্বর পূজারা, এমন লড়াই দেখতে পেলে আর কী চাই ক্রিকেটপ্রেমীদের? ভারত-পাক দ্বি-পাক্ষিক সিরিজ বন্ধ। সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন না চেতেশ্বর। তাই আইসিসি ইভেন্টেও ভারত ও পাকিস্তানের দুই তারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। অবশেষে কাউন্টি ক্রিকেটে সেই সুযোগ আসে।
সাসেক্স বনাম মিডলসেক্স ম্যাচের আগে থেকেই পূজারা বনাম শাহিন আফ্রিদির সম্ভাব্য ডুয়েল নিয়ে চর্চা শুরু হয়। প্রথম ইনিংসে চেতেশ্বর সস্তায় সাজঘরে ফেরায় আফ্রিদির মোকাবিলা করা হয়নি। তবে দ্বিতীয় ইনিংসে দাপুটে শতরানের পথে পাক পেসারের মুখোমুখি হন পূজারা।
এক্ষেত্রে আফ্রিদি ভালোভাবেই বুঝে গেলেন, কোন ধাতুতে তৈরি পূজারা। আগাগোড়া অত্যন্ত সাবলীলভাবে শাহিনকে সামলান চেতেশ্বর। বেশ কয়েকটি চার মারেন পাক পেসারের বলে। একবার তো তিনটি স্লিপ নিয়ে পূজারাকে বল করছিলেন শাহিন। তা সত্ত্বেও আপার কাটে আফ্রিদিকে গ্যালারিতে ফেলেন ভারতীয় তারকা।
সব মিলিয়ে ম্যাচের তৃতীয় দিনের শেষে পূজারা দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করে অপরাজিত রয়েছেন। ১৪৯ বলের ইনিংসে তিনি ১৬টি চার ও ২টি ছক্কা মারেন। সাসেক্সের হয়ে চারটি ম্যাচে মাঠে নেমে পূজারার এটি চতুর্থ শতরান, যার মধ্যে ২টি ডাবল সেঞ্চুরি রয়েছে তাঁর।
সাসেক্সের হয়ে পূাজারার কাউন্টি অভিযান:-
১. ডার্বিশায়ারের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০১ রান করেন।
২. ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০৯ ও দ্বিতীয় ইনিংসে ১২ রান করেন।
৩. ডারহ্যামের বিরুদ্ধে একটি মাত্র ইনিংসে ২০৩ রান করেন।
৪. মিডলসেক্সের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৬ রানে আউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অপরাজিত রয়েছেন।