টিম ইন্ডিয়ার হয়ে টেস্টে বেশ কিছুদিন ধারাবাহিকতা দেখাতে পারেননি চেতেশ্বর পূজারা। সেঞ্চুরি আসেনি দীর্ঘ সময়। তবে কাউন্টি ক্রিকেটে মাঠে নেমে শুধু সেঞ্চুরির খরা কাটালেন চেতেশ্বর এমনটা নয়, বরং পরপর দু'টি ম্যাচে তিন অঙ্কের গণ্ডি টপকে গেলেন তিনি।
ডার্বিশায়ারের বিরুদ্ধে সাসেক্সের হয়ে কাউন্টি অভিষেকেই দুর্দান্ত দ্বিশতরান করেন চেতেশ্বর পূজারা। এবার ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ফের শতরান আসে টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য তারকার ব্যাট থেকে। দুর্ভাগ্যের বিষয় যে, মহম্মদ রিজওয়ান-সহ দলের বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার এড়াতে পারেনি সাসেক্স।
আরও পড়ুন:- কাউন্টিতে দ্বিশতরান করে ১০০ বছর আগের ইতিহাস ফেরালেন পূজারা, গড়লেন ৫টি দুর্দান্ত নজির
প্রথমে ব্যাট করে ওরচেস্টারশায়ার তাদের প্রথম ইনিংসে ৪৯১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সাসেক্স দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৬৯ রান তুলেছিল। পূজারা অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৮৫ রানে। তার পর থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে পূজারা প্রথম ইনিংসে ১০৯ রান করে মাঠ ছাড়েন। ২০৬ বলের ইনিংসে তিনি ১৬টি চার মারেন।
প্রথম ইনিংসে রিজওয়ান সাজঘরে ফেরেন শূন্য রানে। সাসেক্স অল-আউট হয়ে যায় ২৬৯ রানে। ফলে প্রথম ইনিংসের নিরিখে ২২২ রানে পিছিয়ে পড়ে সাসেক্স।
ফলো-অন করতে নেমে দ্বিতীয় ইনিংসে সাসেক্স অল-আউট হয়ে যায় ১৮৮ রানে। ফলে এক ইনিংস ও ৩৪ রানের বড় ব্যবধানে ম্যাচ হারতে হয় তাদের। পূজারা দ্বিতীয় ইনিংসে ৩টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১২ রান করে আউট হন। রিজওয়ান সাজঘরে ফেরেন ৪ রানে।
কাউন্টি অভিযানের প্রথম ২টি ম্যাচের ৪টি ইনিংসে পূজারার ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৬, অপরাজিত ২০১, ১০৯ ও ১২ রান। রিজওয়ান সেখানে ২টি ম্যাচের ৩টি ইনিংসে সংগ্রহ করেছেন ২২, ০ ও ৪ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।