আইপিএলের আলোর ঝলকানি থেকে অনেক দূরে, কাউন্টি চ্যাম্পিয়নশিপে চেতেশ্বর পূজারার ব্যাট যেন আগুন ঝড়াচ্ছে। ডারহ্যামের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে চেতেশ্বর পূজারা ১২৮ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন দ্বিশতরান করেই থামল তারকা ভারতীয় ব্যাটারের ইনিংস।
এ বারের কাউন্টি মরশুমের প্রথম ম্যাচেই ২০১ রানে অপরাজিত ছিলেন পূজারা। দ্বিতীয় ম্যাচেও শতরান আসে তাঁর ব্যাট থেকে। এবার তৃতীয় ম্যাচে ফের একবার দ্বিশতরান করে নজির গড়ে ফেললেন তিনি। সাসেক্সের ঘরের মাঠে হোভেই এই দ্বিশতরানটি করেন পূজারা। এর জেরে ‘নবাব অফ পতৌদি’ সিনিয়রের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে কোনো কাউন্টি দলের ঘরের মাঠে দ্বিশতরান করেন পূজারা।
১৯৩৩-৩৪ সালে ওরচেস্টারশায়ারের হয়ে খেলার সময় তিনটি দ্বিশতরান করেছিলেন পতৌদি সিনিয়র। তিনটিই এসেছিল ঘরের মাঠে। তার ৮৯ বছর পর আবার এই কাণ্ড ঘটালেন পূজারা। অবশ্য তিনি দ্বিশতরান করার পর বেশিদূর এগতে পারেননি। লিয়াম ট্রেভাস্কিসের বলে ২০৩ রানে সাজঘরে ফেরেন পূজারা।
তবে তার আগে সাসেক্সকে বেশি শক্তিশালী জায়গায় পৌঁছে দিয়ে যান তিনি। মহম্মদ রিজওয়ানের সঙ্গে ১৫৪ রানের পার্টনারশিপ গড়েন পূজারা। রিজওয়ান অবশ্য শতরান ফস্কান। ৭৯ রানে আউট হন তিনি। পূজারার দ্বিশতরানে ভর করে ৫৩৮ রান করে সাসেক্স। ডারহ্যামের বিরুদ্ধে লিড ৩১৫ রানের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।