ভারতীয় পেসার উমেশ যাদব সোমবার (১১ জুলাই) নর্থউডে ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু ম্যাচের প্রথম দিনেই বাজিমাত করলেন। মিডলসেক্সের হয়ে তিনি কাউন্টিতে প্রথম উইকেটও পেলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা।
প্রসঙ্গত উমেশ পাকিস্তানের শাহিন আফ্রিদির বদলি হিসেবে ২০২২ কাউন্টি মরশুমের বাকি পর্বের জন্য মিডলসেক্সে যোগ দিয়েছেন।
মঙ্গলবার কাউন্টিতে অভিষেক হয় ৩৪ বছর বয়সী ভারতীয় ফাস্ট বোলারের। আর তিনি তাঁর প্রথম সাফল্যের স্বাদ পান, যখন তিনি ওরচেস্টারশায়ারের বাঁ-হাতি ব্যাটার টেলর কর্নালকে ১১ রানে বোল্ড করেন। ভারতীয় তারকার বলের গতির কারণেই কর্নাল পরাস্ত হন। বল তার ডিফেন্স ভেদ করে স্টাম্প উড়িয়ে দেয়।
আরও পড়ুন: কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন KKR-এর তারকা ক্রিকেটার! ঘোষণা করল মিডলসেক্স
মিডলসেক্স তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল উমেশ যাদবের প্রথম কাউন্টি উইকেটের একটি ভিডিয়ো শেয়ার করেছে। এর ক্যাপশনে তারা লিখেছে, ‘যাদব স্টাম্প উড়ে দিয়েছেন। মিডলসেক্সের জার্সিতে @y_umesh-এর প্রথম উইকেট.. এই গরমে এমনটা আর কিছু দেখা যাবে।’
চার দিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মিডলসেক্স। তারা প্রথম ইনিংস মাত্র ৫৯.১ ওভারে মাত্র ১৮৮ রানে গুটিয়ে যায়। লিউক হলম্যান দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন। আর টম হেলম ৫০ রানে অপরাজিত থাকেন। উমেশ যাদব তাঁর প্রথম কাউন্টি ম্যাচে ৩ বলে শূন্য রান করেছিলেন।
মিডলসেক্সের প্রথম ইনিংসের জবাবে ওরচেস্টারশায়ার এখনও পর্যন্ত ৫ উইকেটে ১০০ করেছে। উমেশের ১ উইকেট ছাড়াও টিম মুর্তগ ২টি এবং টবি রোল্যান্ড-জোনস ও হেলম একটি করে উইকেট নিয়েছেন।