কাউন্টি চ্যাম্পিয়নশিপে থামানো যাচ্ছে না হাসান আলিকে। ল্যাঙ্কাশায়ারের হয়ে মাঠে নেমে বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন পাক পেসার। এই নিয়ে পরপর ২টি ম্যাচে তিনি ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।
কেন্টের বিরুদ্ধে ল্যাঙ্কাশায়ারের হয়ে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমে প্রথম ইনিংসে ৫৮ রানে ২টি ও দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ৩টি উইকেট নেন হাসান। গ্লস্টারশায়ারের বিরুদ্ধে নিজের দ্বিতীয় কাউন্টি ম্যাচের প্রথম ইনিংসে পাক তারকা ৪৭ রানের বিনিংয়ে ৬টি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে তিনি নেন ৪৯ রানে ৩ উইকেট। এবার সাউদাম্পটনে হ্যাম্পশায়ারের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৫ রানের বিনিময়ে ৫টি উইকেট পকেটে পোরেন হাসান আলি। তিনি নিজের দেশের মহম্মদ আব্বাসের উইকেটটিও তুলে নেন। খাতা খুলতে পারেননি আব্বাস।
সুতরাং প্রথম ম্যাচে ৫টি, দ্বিতীয় ম্যাচে ৯টি ও এখনও পর্যন্ত তৃতীয় ম্যাচে ৫টি উইকেট পকেটে ঢুকেছে হাসানের। চলতি কাউন্টিতে ৩ ম্যাচের ৫টি ইনিংসে সাকুল্যে ১৯টি উইকেট নেওয়া হয়ে গিয়েছে তাঁর।
আরও পড়ুন:- খালি হাতে ফিরলেন অ্যান্ডারসন, বল হাতে আগুন ঝরালেন হাসান আলি, কাউন্টিতে থামানো যাচ্ছে না পাক পেসারকে
একা হাসান আলিই নন, বরং চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে আরও কয়েকজন পাক ক্রিকেটার দাপট দেখাচ্ছেন। লর্ডসে লেস্টারের বিরুদ্ধে মিডলসেক্সের হয়ে মাঠে নেমে শাহিন আফ্রিদি ৫৪ রানে ৩টি উইকেট নিয়েছেন। লিডসে ইয়র্কশায়ারের হয়ে মাঠে নেমে কেন্টের বিরুদ্ধে ৫২ রানে ৩টি উইকেট নিয়েছেন হ্যারিস রউফ।
আরও পড়ুন:- কাউন্টিতে দ্বিশতরান করে ১০০ বছর আগের ইতিহাস ফেরালেন পূজারা, গড়লেন ৫টি দুর্দান্ত নজির
ডার্বি কাউন্টি গ্রাউন্ডে গ্ল্যামারগনের বিরুদ্ধে ডার্বিশায়ারের হয়ে ওপেন করতে নেমে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন শান মাসুদ। যদিও ব্রিস্টলে সারের বিরুদ্ধে মাঠে নেমে গ্লস্টারশায়ারের মহম্মদ আমির ১৭ ওভার বল করেও কোনও উইকেট পাননি। নটিংহ্যামে ওরচেষ্টারশায়ারের হয়ে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৬ রানে আউট হয়েছেন আজহার আলি। হোভে ডারহ্যামের বিরুদ্ধে এখনও ব্যাট করার সুযোগ হয়নি সাসেক্সের মহম্মদ রিজওয়ানের।