বাংলা নিউজ > ময়দান > County Championship: বল হাতে আউটসুইং, স্লিপে উড়ন্ত ক্যাচ, সাসেক্সের হয়ে সম্পূর্ণ অচেনা রূপে রিজওয়ান

County Championship: বল হাতে আউটসুইং, স্লিপে উড়ন্ত ক্যাচ, সাসেক্সের হয়ে সম্পূর্ণ অচেনা রূপে রিজওয়ান

বল করার পাশাপাশি কিপিং গ্লাভস ছেড়ে স্লিপেও তুখড় ক্যাচ নেন রিজওয়ান।

ম্যাচে ব্যাট হাতে ৭৯ রানও করেন মহম্মদ রিজওয়ান।

ব্যাটার হিসাবে মহম্মদ রিজওয়ানকে বোলারদের বিরুদ্ধে দাপট দেখাতে প্রায়শই দেখা যায়। কিপিং গ্লাভস পরেও সচরাচর দুর্দান্ত সব ক্যাচ ধরেন পাকিস্তান তারকা। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে একেবারে ভিন্ন ভূমিকায় দেখা গেল রিজওয়ানকে। ক্রিকেটবিশ্ব হয়তো এর আগে হয়তো তাঁকে এমন রূপে কোনোদিন দেখেনি।

ডারহ্যামের বিরুদ্ধে সাসেক্সের হয়ে আগেই ব্যাট হাতে অর্ধশতরান করেছিলেন রিজওয়ান। চেতেশ্বর পূজারার সঙ্গে মিলে ১৫০-র অধিক রানের পার্টনারশিপও গড়েন তিনি। সেই ম্যাচেরই চতুর্থ অর্থাৎ শেষ দিনে নতুন রূপে আর্বিভাব ঘটল রিজওয়ানের। কিপিং গ্লাভস ছেড়ে স্লিপে ফিল্ডিং করতে দেখা যায় রিজওয়ানকে। শুধুমাত্র নামের জন্য স্লিপে দাঁড়িয়েছিলেন না রিজওয়ান। এক তুখড় ক্যাচও নিলেন তিনি।

ব্যাটারের ব্যাটের কিণারায়া লাগার পর বল কিপারের পায়ে লেগে বেশ দূরে চলে গিয়েছিল। কিন্তু স্লিপে দাঁড়ানো রিজওয়ান, দারুণভাবে বলটিকে জাজ করে একেবারে ঝাঁপিয়ে পড়ে তা ধরে নেন। এখানেই চমকের শেষ নয়। ম্যাচে বল হাতেও দেখা গেল ২৯ বছর বয়সি পাক তারকাকে। মিডিয়াম পেস বোলিংয়ে সুন্দর আউটসুইং করলেন তিনি। একটি বলে তো ক্যাচও উঠে। যদিও তা ধরতে পারেনি কেউই। মোট দুই ওভার হাত ঘুরিয়ে পাঁচ রান দেন তিনি।

ম্যাচ অবশ্য ড্রয়েই সমাপ্ত হয়। কাজে আসেনি ব্যাট হাতে পূজারার দারুণ দ্বিশতরানও। অ্যালেক্স লিস ও শন ডিকসন, দুই ডারহ্যাম ওপেনারের জোড়া শতরানে ভর করে চতুর্থ দিনে ডারহ্যাম তিন উইকেটের বিনিময়ে ৩৬৪ রান তুলে ডিক্লেয়ার দিয়ে দেয়। আর ব্যাটে নামেনি সাসেক্স। ম্যাচ ড্র হচ্ছে দেখেই কিন্তু একেবারে শেষের দিকে বল করার সুযোগ পান রিজওয়ান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌এভাবে চার্জশিট পেশের পর কাউকে তলব করা যায়?’‌ কয়লা পাচার মামলায় ভর্ৎসনা সিবিআই ২১ মাস পরে এসে ৪৭ বলে ৬১ পন্তের! ১ ওভারে ৫ চার সরফরাজের, আউট করে সেন্ড-অফ আবেশের ‘আমরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি, আর তুমি চৈতন্যদেব সাজছো,’দেবকে পাল্টা কুণাল শুধু সঠিক সিদ্ধান্তের জন্য নয়! ক্রিকেটারের খেলার উন্নতি জন্যেও DRS দরকারঃঅশ্বিন United Arab Emirates Women বনাম Zimbabwe Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ‘‌বদ অভ্যাস আপনার, লক্ষ্মীলাভ পূর্ব রেলের’‌, স্টেশন পরিষ্কার রাখতে নয়া ট্যাগলাইন RG Kar কাণ্ডের প্রভাব ছবির ব্যবসায়, শাস্ত্রী-সন্তানের মুক্তির আগে মিঠুন বললেন… ‘আমি যাতে অভুক্ত না থাকি, তাই ও দুবেলা খেত না’! পদক জিতে স্ত্রীকে উৎসর্গ সেমার… কোন শিক্ষকদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে সরকার? জানালেন মোদী, দিলেন অনেক টিপসও ম্যাচে ৮ উইকেট মানবের! দলীপ ট্রফিতে KKR অধিনায়কের দলকে সহজেই হারাল রুতুরাজের দল…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.