গতবছর ভারত সফরে টেস্ট অভিষেক হয় রাচিন রবীন্দ্রর। কানপুর ও মুম্বইয়ের দু'টি টেস্টেই বিরাট কোহলিদের যারপরনাই জ্বালাতন করেন নিউজিল্যান্ডের তরুণ অল-রাউন্ডার। কানপুরের দ্বিতীয় ইনিংসে তো তাঁকে আউট করাই সম্ভব হয়নি। ওয়াংখেড়ের দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেটও দখল করেন।
নিউজিল্যান্ড পরে ঘরের মাঠের পেস সহায়ক পিচে বেশিরভাগ টেস্ট খেলায় জাতীয় দলের হয়ে দীর্ঘতম ফর্ম্যাটে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। ভারত সফর থেকে দেশে ফিরে বাংলাদেশের বিরুদ্ধে একটিমাত্র টেস্টে মাঠে নামেন রবীন্দ্র। তবে কেরিয়ারের শুরুতেই উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন রাচিন।
২২ বছরের তরুণ এবার কাউন্টি অভিষেকে সবার নজর কেড়ে নিলেন। ডারহ্যামের হয়ে প্রথম ম্যাচেই ইনিংসের ওপেন করতে নামেন রাচিন। প্রথম দিনেই ওরচেস্টারশায়ারের বোলারদের যথেচ্ছ পিটিয়ে ব্যক্তিগত দ্বিশতরানের দোরগোড়ায় পৌঁছে যান কিউয়ি তারকা।
চেস্টার-লে-স্ট্রিটে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ডারহ্যাম। প্রথম দিনের শেষে তারা নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৩৭৫ রান তুলেছে। রাচিন একাই করেছেন ১৭৮ রান। ২৭২ বলের অপরাজিত ইনিংসে রবীন্দ্র ২৭টি চার মেরেছেন।
এছাড়া ৬১ রান করে অপরাজিত রয়েছেন ডারহ্যামের হয়ে আরও এক অভিষেককারী জোনাথন বুশনেল। নিশ্চিত শতরানের দোরগোড়া থেকে ফিরেছেন ক্যাপ্টেন স্কট ব্রথউইক। তিনি ৯৬ রান করে সাজঘরে ফেরেন। ওরচেস্টারের হয়ে ১টি করে উইকেট নেন চার্লি মরিস, বেন গিবন ও জোস বেকার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।