কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের তৃতীয় ম্যাচে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করলেন শুভমন গিল। অভিষেক ম্যাচেই নব্বইয়ের ঘরে আটকে গিয়েছিলেন ভারতীয় তারকা। হাতছাড়া হয়েছিল সেঞ্চুরি। এবার ফের নব্বইয়ের ঘরেই দাঁড়িয়ে রয়েছেন গিল। হাতছানি রয়েছে কাউন্টি ক্রিকেটে প্রথম শতরান করার।
ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে গ্ল্যামারগনের হয়ে নিজের প্রথম ম্যাচে ৯২ রান করে আউট হয়েছিলেন শুভমন গিল। পরে মিডলসেক্সের বিরুদ্ধে দুই ইনিংসে যথাক্রমে ২২ ও ১১ রান করেন শুভমন। এবার সাসেক্সের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৯১ রান করে নট-আউট রয়েছেন ভারতীয় তারকা। ১০২ বলের আগ্রাসী ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
তিন নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন গিল। চোখ ধাঁধানো সব শট খেলেন তিনি। তবে তাঁর একটি দুর্দান্ত আপারকাট শটে চোখ আটকায় ক্রিকেটপ্রেমীদের। লেগ-সাইডে একটি পিকআপ শটেও অনবদ্য ছক্কা হাকান গিল।
হোভে টস জিতে গ্ল্যামারগন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মন্দ আবহাওয়ায় প্রথম দিনে খেলা হয় মোটে ৪১.২ ওভার। তাতেই ৩ উইকেট হারিয়ে ২২১ রান তুলে ফেলে গ্ল্যামারগন। অর্থাৎ, ওয়ান ডে ক্রিকেটের গতিতে রান তোলে তারা।
ক্যাপ্টেন ডেভিড লয়েড ওপেন করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৪ বলে ৫৬ রান করে আউট হন। অপর ওপেনার এডি ২৩ বলে ২১ রান করে মাঠ ছাড়েন। তিনি ৪টি চার মারেন। এছাড়া ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন স্যাম নর্থইস্ট। গিলের সঙ্গে প্রথম দিনে অপরাজিত থাকেন বিলি রুট। তিনি ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ১৭ রান করেন।
সাসেক্সের হয়ে ৫৪ রানে ২টি উইকেট নেন ব্র্যাডলি। ৪০ রানে ১টি উইকেট নিয়েছেন সিয়ান হান্ট। পাকিস্তানের পেসার ফহিম আশরাফ ৭ ওভারে ৪৭ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।