কাউন্টি ক্রিকেটে আবির্ভাবেই ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরলেন ওয়াশিংটন সুন্দর। প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট দখল করেন ভারতীয় তারকা। পরে শেষ ইনিংসে চাপের মুখে ব্যাট হাতে ল্যাঙ্কাশায়ারকে নির্ভরতা দেন তিনি। উইল উইলিয়ামসকে সঙ্গে নিয়ে দলকে ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছাড়েন টিম ইন্ডিয়ার তরুণ অল-রাউন্ডার।
নর্দাম্পটনশায়ারের ২৩৫ রানে জবাবে ল্যাঙ্কাশায়ার প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১৩২ রানে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ১০৩ রানে পিছিয়ে পড়ে ল্যাঙ্কাশায়ার। পরে দ্বিতীয় ইনিংসে নর্দাম্পটন অল-আউট হয় ১৭৪ রানে। দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন উইকেট পাননি।
আরও পড়ুন:- ১১৮ বছরে যা কেউ করতে পারেননি, সাসেক্সের হয়ে কাউন্টিতে তেমনই নজির পূজারার
জয়ের জন্য ২৭৮ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামে ল্যাঙ্কাশায়ার। তবে তারা শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে। একসময় ২০৯ রানে ৬ উইকেট হারিয়ে বসে ল্যাঙ্কাশায়ার। হারের আশঙ্কা যখন চেপে বসেছে তাদের ঘাড়ে, তখন ব্যাট হাতে দলকে নির্ভরতা দেন ওয়াশিংটন। ৮ নম্বরে ব্যাট করতে নেমে ৩৪ রানের লড়াকু ইনিংসে দলকে জয়ের মঞ্চে বসিয়ে দেন তিনি। ৮১ বলের অপরাজিত ইনিংসে ওয়াশিংটন ৫টি বাউন্ডারি মারেন।
৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭৮ রান তুলে নেয় ল্যাঙ্কাশায়ার। ৪ উইকেটের ব্যবধানে ম্যাচ জেতে তারা। ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন জোস বোহানন। উইলিয়ামস ২৯ রানে নট-আউট থাকেন। ৩টি উইকেট নেন বেন স্যান্ডারসন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।