ভিনেশ ফোগতের পর করোনা আক্রান্ত হলেন ভারতের আরও এক তারকা কুস্তিগীর। ইতিমধ্যেই টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করা দীপক পুনিয়ার করোনা রিপোর্ট পজিটিভ বলে জানিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া।
বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয়ী পুনিয়া (৮৬ কেজি) ছাড়াও প্রথম সারির আরও দু'জন কুস্তিগীরের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। ৬৫ কেজি বিভাগে নবীন ও ১২৫ কেজি বিভাগে কৃষাণের করোনা রিপোর্ট পজিটিভ। তিন জন করোনা আক্রান্তকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তার আগে তিনজনেই সোনেপতের সাই সেন্টারে জাতীয় শিবিরে উপস্থিত ছিলেন।
সাইয়ের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘তিন জন সিনিয়র পুরুষ কুস্তিগীর, যাঁরা সোনেপতের সাই সেন্টারে ন্যাশনাল ক্যাম্পে উপস্থিত ছিলেন, কোরনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন।’
সাই সেন্টারে হাজির হওয়ার পরেই সমস্ত কুস্তিগীড়ের বাধ্যতামূলক করোনা টেস্ট করা হয়েছিল। সেই টেস্টের রিপোর্টেই পজিটিভ চিহ্নিত হন বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জিতে অলিম্পিকের টিকিট নিশ্চিত করা পুনিয়া।
দীপকরা করোনা পজিটিভ হলেও জাতীয় শিবির পরিত্যক্ত হচ্ছে না। ন্যাশনাল ক্যাম্প যথারীতি চালু থাকবে। আক্রান্ত তারকারা ১৪ দিনের কোয়ান্টাইনের মেয়াদ শেষ হলে পুনরায় ক্যাম্পে যোগ দিতে পারবেন। যদিও তাঁদের করোনা রিপোর্ট নেগেটিভ হওয়া বাধ্যতামূলক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।