বাংলা নিউজ > ময়দান > Covid-19: সস্ত্রীক করোনা আক্রান্ত ব্রিটিশ অল-রাউন্ডার ডেভিড উইলি

Covid-19: সস্ত্রীক করোনা আক্রান্ত ব্রিটিশ অল-রাউন্ডার ডেভিড উইলি

ডেভিড উইলি। ছবি- রয়টার্স।

করোনা পজিটিভ ক্রিকেটারের সংস্পর্শে আসায় ইয়র্কশায়ারের আরও তিন তারকাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

শুভব্রত মুখার্জি

সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ইংল্যান্ডের অল-রাউন্ডার ডেভিড উইলি। ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ ব্লাষ্টের চলতি আসরে তিনি ইয়র্কশায়ারের হয়ে মাঠে নামছিলেন। সেখানেই গ্রুপের ম্যাচ খেলার সময় তিনি করোনায় আক্রান্ত হন।

এই খবরটি নিশ্চিত করেছে ইয়র্কশায়ার। উইলির সংস্পর্শে আসায় দলের আরও তিন ক্রিকেটার টম কোলার-ক্যাডমোর, জোশ পয়িসডেন ও ম্যাথিউ ফিশারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ফলে তাঁরা গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না।

উইলিকে সেল্ফ-আইসোলেশনে রাখা হয়েছে।ইংল্যান্ডের হয়ে ৪৯টি ওয়ান ডে ও ২৮টি টি-২০ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ৩০ বছর বয়সী উইলি।

সোশ্যাল মিডিয়ায় নিজের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি অনুরাগীদের জানিয়েছেন উইলি। টুইটারে তিনি লেখেন, ‘আমার স্ত্রী ও আমি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন