পাঁচ ফুটবলারের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তা সত্ত্বেও জুনের দ্বিতীয় সপ্তাহে লিগ পুনরায় শুরু করা যাবে বলে আশাবাদী লা লিগা প্রেসিডেন্ট জ্যাভিয়ের তেবাস।
গত সপ্তাহে লা লিগার ক্লাবগুলি ফুটবলারদের মেডিক্যাল টেস্ট শুরু করে। তাতেই জানা যায় প্রথম দু'টি ডিভিশনের পাঁচ জন ফুটবলার করোনা আক্রান্ত। ইতিমধ্যেই লা লিগার ক্লাবগুলিকে ব্যক্তিগত অনুশীলন শুরুর অনুমতি দেওয়া হয়েছে। গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা অনুশীলন পর্ব শুরুও করেছে। সোমবার লকডাউনের পর প্রথমবার মাঠে নামার কথা রিয়াল মাদ্রিদ ফুটবলারদের।
প্রাথমিকভাবে ১২ জুন থেকে দর্শকশূন্য গ্যালারিতে লা লিগা শুরুর পরিকল্পনা রয়েছে আয়োজকদের। পাঁচ ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় সেই পরিকল্পনা ধাক্কা খেলেও টুর্নামেন্টের ভবিষ্যৎ বিশ বাঁও জলে, এমনটা বলা যাবে না। কেননা জ্যাভিয়ের এখনও আশাবাদী যথা সময়ে লা লিগা শুরুর বিষয়ে।
আয়োজকদের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আক্রান্ত পাঁচ ফুটবলার, যাঁদের নাম প্রকাশ করা হয়নি, আপাতত বাড়িতেই থাকবেন। আগামী কয়েক দিনে তাঁদের নমুনা পরীক্ষা করা হবে পুনরায়। অন্ততপক্ষে পর পর দু'বার নমুনা নেগেটিভ না এলে তাঁদের দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে না।
লা লিগা প্রেসিডেন্ট এও জানান যে, পাঁচ ফুটবলার ছাড়াও তিনজন সাপোর্ট স্টাফও করোনায় আক্রান্ত। তবে ২৫০০ জনের পরীক্ষার পর হাতে গোনা কয়েকজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এটা তাঁদের কাছে সন্তোষজনক বলেই মনে হয়েছে। কেননা তাঁদের আশঙ্কা ছিল আরও বেশি সংখ্যায় পজিটিভ রিপোর্ট সামনে আসার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।