শুভব্রত মুখার্জি
নিয়ম মাফিক হয়েছিল করোনা টেস্ট। আর তাতেই ধরা পড়ে যায় দুই ক্রিকেটার করোনা পজিটিভ। প্রসঙ্গত ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ান ডে ও টি-২০ সিরিজের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সেই দলে যাঁরা ডাক পেয়েছিলেন, তাদেরকে কোভিড প্রোটোকল মেনে করোনা পরীক্ষা করানো হয়।
পরীক্ষায় ১ জন ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ এসেছে। তার সংস্পর্শে আসা আরও ২ ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। কোন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন কিংবা কাদের আইসোলেশনে পাঠানো হয়েছে, তাঁদের নাম নামের বিষয়ে অফিসিয়ালি কোনও তথ্য দেয়নি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড অর্থাৎ সিএসএ জানায়, 'একজন ক্রিকেটারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। চিকিৎসক টিম ঝুঁকির কথা মাথায় রেখে ওই ক্রিকেটারের সংস্পর্শে আসায় ২ জনকে আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে। তাঁরা কেপটাউনে আছেন। বাকিরা অনুশীলনে করতে পারবেন। তবে সবাইকেই পর্যবেক্ষণ করা হবে।'
সরকারিভাবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তাঁদের পরিবর্তে কাউকে দলেও নেওয়া হয়নি এখনও পর্যন্ত। অনুশীলন ম্যাচের জন্য ২ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে। কেপটাউনে ২৭ নভেম্বর টি-২০ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড দ্বি-পাক্ষিক সিরিজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।