বাংলা নিউজ > ময়দান > Covid-19: করোনা আক্রান্ত ইব্রাহিমোভিচ

Covid-19: করোনা আক্রান্ত ইব্রাহিমোভিচ

এসি মিলানের জার্সিতে ইব্রাহিমোভিচ। ছবি- টুইটার (এসি মিলান)।

এসি মিলানের তরফে বিজ্ঞপ্তি জারি করে তারকা ফুটবলারের কোভিড পজিটিভ হওয়ার খবর জানানো হয়।

করোনা আক্রান্ত হলেন এসি মিলানের তারকা ফরোয়ার্ড জ্লাটান ইব্রাহিমোভিচ। ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে ইব্রার করোনা পজিটিভ হওয়ার খবর জানানো হয়। গ্লিমটের বিরুদ্ধে ম্যাচের আগে দ্বিতীয় পর্বের সোয়্যাব টেস্টে সুইডিস তারকার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

রিপোর্ট পজিটিভ আসা মাত্রই তারকা ফুটবলারকে তড়িঘড়ি হোম কোয়ারান্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। এসি মিলানের তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, দলের বাকি সব ফুটবলার ও কোচিং স্টাফদের করোনা রিপোর্ট নেগেটিভ।

লকডাউনের পর নতুন করে খেলা শুরু হওয়া যাবৎ ইব্রাহিমোভিচই সিরি-এ'র সবথেকে হাই প্রোফাইল ফুটবলার যিনি করোনা আক্রান্ত হলেন।

গত সোমবার বোলোগনার বিরুদ্ধে সিরি-এ অভিযান শুরু করে এসি মিলান। লিগের প্রথম ম্যাচে ২-০ গোলে জয়লাভ করে মিলান। ২টি গোলই করেন ইব্রাহিমোভিচ। আগামী ৩ অক্টোবর ৩৯ বছরে পা দেবেন ইব্রাহিমোভিচ। সেদিক থেকে দেখতে গেলে জন্মদিনটা তাঁকে হোম কোয়ারান্টাইনে থাকা অবস্থাতেই সেলিব্রেট করতে হবে।

উল্লেখ্য, এসি মিলানের আগে জুভেন্তাস, ইন্টার মিলান, বার্সেলোনা, প্যারিস সাঁ-জা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের হয়ে মাঠে নেমেছেন ইব্রা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন