শুভব্রত মুখার্জি: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরের প্লে অফ শুরুর আগেই ফের করোনা হানা দিল বায়ো বাবলের সুরক্ষা ভেদ করে। সোমবার অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি ম্যাচের পর নির্ধারিত রুটিন মাফিক কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল পেশোয়ার জালমির দুই ক্রিকেটার সহ মোট তিনজনের। দুর্ভাগ্যজনকভাবে তিনজনের ফলাফলই পজিটিভ এসেছে।
করোনা আক্রান্ত হয়েছেন দুই ক্রিকেটার। দলের অলরাউন্ডার বেন কাটিং এবং লেগ স্পিনার উসমান কাদির কোভিড পজিটিভ। এই দুই বিদেশি ক্রিকেটারের কেউই গত ম্যাচের একাদশে ছিলেন না। তাদের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন দলের কোচিং স্টাফ তথা মেন্টর তথা প্রাক্তন প্রোটিয়া তারকা ব্যাটার হাসিম আমলা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিয়ম অনুযায়ী তারা তিনজনকে সাত দিন আইসোলেশনে থাকতে হবে। যার অর্থ দাঁড়াচ্ছে আইসোলেশনে থাকার ফলে পিএসএলের এবারের আসরের প্লে অফে খেলতে পারবেন না তারা। তবে দল যদি ফাইনালে খেলে, তাহলে এবারের আসরে ফের ২২ গজে দেখা যেতে পারে তাদের। প্রসঙ্গত পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছে পেশোয়ার। ১০ ম্যাচের মধ্যে ৬ ম্যাচ জিতেছে ওয়াহাব রিয়াজের দল। গত ২৭ জানুয়ারি করাচি কিংস এবং বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতান্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল পিএসএলের সপ্তম আসরের। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ ফেব্রুয়ারি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।