বাংলা নিউজ > ময়দান > ম্যাচের আগেই কোভিড পজিটিভ আম্পায়ার, বাতিল আয়ারল্যান্ড-আমেরিকা ODI

ম্যাচের আগেই কোভিড পজিটিভ আম্পায়ার, বাতিল আয়ারল্যান্ড-আমেরিকা ODI

বাতিল আয়ারল্যান্ড-আমেরিকার ম্যাচ

বিশ্বের সর্বত্রই ফের বেড়েই চলেছে করোনার প্রভাব। ক্রীড়াক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ফুটবলের পরে এবার ক্রিকেটের ময়দানেও করোনার কারণে ম্যাচ বাতিল করা হল।

শুভব্রত মুখার্জি: বিশ্বের সর্বত্রই ফের বেড়েই চলেছে করোনার প্রভাব। ক্রীড়াক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ফুটবলের পরে এবার ক্রিকেটের ময়দানেও করোনার কারণে ম্যাচ বাতিল করা হল। ম্যাচ শুরুর আগেই কোভিড পজিটিভ হন আমেরিকা এবং আয়ারল্যান্ড ম্যাচের আম্পায়ার। যার জেরে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে বাতিল করতে বাধ্য হল আয়োজকরা।

২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে অনুষ্ঠিত ম্যাচটি হওয়ার কথা ছিল। ম্যাচটিতে অফিসিয়াল দায়িত্ব পালন করার কথা ছিল চার আম্পায়ারের। যাদের মধ্যে একজনের করোনা পজিটিভ। ফলে আর কোন ঝুঁকি না নিয়ে বাতিল করা হয়েছে ম্যাচ। ওই চারজন আম্পায়ারকেই অপসারণ করা হয়েছে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২৮ ও ৩০ ডিসেম্বর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন এই ম্যাচগুলোর ভবিষ্যতের উপরও প্রশ্নচিহ্ন পড়ে গেল।

তবে যুক্তরাষ্ট্র ক্রিকেট ম্যাচ দুটি আয়োজনের জন্য কোন প্রচেষ্টার খামতি রাখছে না। যুক্তরাষ্ট্র ক্রিকেটকে বাকি ম্যাচ দুটি আয়োজনে সর্বোচ্চ সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্র ক্রিকেট জানিয়েছে ‘যুক্তরাষ্ট্র ক্রিকেট এবং ক্রিকেট আয়ারল্যান্ড একসঙ্গে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ব্যাপারে কাজ করছে। আইসিসিও পাশে রয়েছে যাতে সিরিজের বাকি দুই ম্যাচ আয়োজিত হয়। 

স্বাস্থ্যের দিক থেকে নিরাপদ মনে হলে আমরা অবশ্যই ম্যাচ আয়োজন করব। যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে বক্সিং ডে তে হওয়ার কথা ছিল। আম্পায়ার প্যানেলের এক ব্যক্তির কোভিডের কারণে তা বাতিল করতে বাধ্য হয়েছি। প্রথম ওয়ানডের চারজন আম্পায়ারকেই সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে একজন করোনা পজিটিভ এবং বাকিরা করোনা নেগেটিভ হয়েছেন।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, স্পষ্ট জানালেন গিল আগামিকাল ১০ সেপ্টেম্বরের রাশিফল আজই দেখে নিন! মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? সোমবারের বহু প্রতীক্ষিত 'সুপ্রিম শুনানি'র পর আরজি কর-এ কোন সুর দিল্লিতে বাজি তৈরি, বিক্রি, ব্যবহার নিষিদ্ধ ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত, কেন জানেন? 'টাকার কথা বলিনি' মিথ্যেবাদী মুখ্য়মন্ত্রী, মমতার ভিডিয়োতে প্রমাণ দিলেন শুভেন্দু 'আমার বাড়িতে তো আর পুজোর আলো জ্বলবে না', মমতার ‘উৎসবে ফেরা’-র ডাক শুনে বললেন মা ‘আমাদের আন্দোলনকে অসম্মান করা…কথাগুলো কষ্টের’, মমতার ‘উৎসব’ বার্তায় হতাশ কিঞ্জল বাপ্পার পছন্দের মোদক নয়, বাংলায় গণেশের জন্য বানানো হল ৫০০ কিলোর লাড্ডু!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.