করোনা আবহে ত্রস্ত সমগ্র ভারত। মহামারীর জেরে আগেই স্থগিত হয়ে গিয়েছে এ মরশুমের আইপিএল। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জোরকদমে চলছে টিকাকরণ প্রক্রিয়াও। এবার লড়াইয়ে এগিয়ে আসল দিল্লি ক্রিকেট সংস্থাও (DDCA)।
টিকাকরণ কেন্দ্রহিসাবে আগেই ইডেন গার্ডেন্সকে সরকারের হাতে তুলে দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েসন অফ বেঙ্গল (CAB)। এবার সে পথে হাঁটল দিল্লিও। অরুণ জেটলি স্টেডিয়ামকে টিকাকরণের জন্য ব্যবহারের আবেদন জানিয়ে দিল্লি সরকারকে চিঠি দিল ডিডিসিএ সভাপতি রোহন জেটলি।
পিটিআইকে রোহন জানান, ‘আমি সরকারকে জানিয়েছি, যে তাঁরা প্রয়োজন অনুভব করলে পরিস্থিতি সাধারণ হওয়া পর্যন্ত টিকাকরণ কেন্দ্র হিসেবে ডিডিসিএ প্রাঙ্গন ব্যবহার করতে পারেন। আমাদের স্টেডিয়াম প্রাঙ্গনে প্রতিদিন প্রায় ১০ হাজার জন টিকা নিতে পারবেন। মাঠে ক্রিকেট চালু হওয়ার আগে পর্যন্ত তাঁরা স্টেডিয়াম ব্যাবহার করতে পারেন।’
করোনার প্রভাবে ভারতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানগুলির তালিকায় প্রথম সারিতেই নাম রয়েছে দিল্লির। প্রতিনিয়ত বহু মানুষ করোনার কবলে পড়ছেন। তাই দিল্লি সরকারও তাঁদের সুরক্ষার জন্য টিকাকরণ প্রক্রিয়া দ্রুতভাবে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট। এর আগে পশ্চিমবঙ্গ সরকারের টিকাকরণের কেন্দ্র হিসেবেও ইডেনের প্রাঙ্গন ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছিল। এবার সেই পথেই হাঁটল দিল্লির ক্রিকেট সংস্থাও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।