বাংলা নিউজ > ময়দান > CPL 2020: টানা পাঁচ ম্যাচে জয় তুলে লিগ টেবিলের শীর্ষে নাইট রাইডার্স

CPL 2020: টানা পাঁচ ম্যাচে জয় তুলে লিগ টেবিলের শীর্ষে নাইট রাইডার্স

টিম সেফার্ত। ছবি- গেটি ইমেজেস।

নারিনের অভাব ঢেকে টিকেআরকে জয় এনে দিলেন পিয়ের-সেফার্ত।

নারিন খেলেননি। ছন্দে থাকা কলিন মুনরোও ব্যাট হাতে ব্যর্থ। তা সত্ত্বেও চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিতে সমস্যা হয়নি ত্রিনবাগো নাইট রাইডার্সের। 

আসলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ফিরতি ম্যাচে নাইটদের জয়ের ভিতে বসিয়ে দেন বোলাররাই। আরও স্পষ্ট করে বললে, বল হাতে খারি পিয়ের গায়ানাকে অল্প রানের মধ্যে বেঁধে রাখতে সাহায্য করেন। ব্যাট হাতে টিকেআরের বাকি কাজটা সম্পন্ন করেন টিম সেফার্ত।

নাইট রাইডার্স টস জিতে শুরুতে ব্যাট করতে ডাকে গায়ানাকে। নিধারিত ২০ ওভারে গায়ানা ৭ উইকেটের বিনিময়ে ১১২ রান তোলে। হেতমায়ের ২৬, রস টেলর ২৬, কিমো পল ২৮ রান করেন। নাইটদের হয়ে পিয়ের ১৮ রানে ৩টি উইকেট নেন। পোলার্ড ও ব্র্যাভো নিয়েছেন ১টি করে উইকেট।

পালটা ব্যাট করতে নেমে নাইট রাইডার্স ১৮.২ ওভারে ৩ উইকেটের বিনিমেয় ১১৫ রান তুলে ম্যাচ জিতে যায়। সেফার্ত ৩৯ রানে অপরাজিত থাকেন। ড্যারেন ব্র্যাভো ২৬ ও ওয়েবস্টার ২৭ রান করেন। ম্যাচের সেরা হন পিয়ের।

এই জয়ের সুবাদে ৫ ম্যাচের সবকটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখে নাইট রাইডার্স।

সংক্ষিপ্ত স্কোর:- গায়ানা: ১১২/৭ (২০ ওভার), নাইট রাইডার্স: ১১৫/৩ (১৮.২ ওভার), (নাইট রাইডার্স ৭ উইকেটে জয়ী)।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন