বাংলা নিউজ > ময়দান > CPL 2020: ১১ ম্যাচে ১১! নারিনদের ঘূর্ণি, লেন্ডনের ব্যাটে ফাইনালে নাইট রাইডার্স

CPL 2020: ১১ ম্যাচে ১১! নারিনদের ঘূর্ণি, লেন্ডনের ব্যাটে ফাইনালে নাইট রাইডার্স

লেন্ডন সিমন্স অপরাজিত ৫৪ রান করেন (ছবি সৌজন্য টুইটার @TKRiders)

চতুর্থবার সিপিএল খেতাবের সামনে দাঁড়িয়ে শাহরুখ খানের দল।

আধিপত্য! ঠিক এভাবেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সেমিফাইনালে জামাইকা তালওয়াসকে ন'উইকেটে উড়িয়ে ফাইনালে উঠল ট্রিন্যাগো নাইট রাইডার্স (টিকেআর)। শুধু তাই নয়, টুর্নামেন্টে ১১ ম্যাচে জয়ের শতাংশ ১০০-তেই রাখল শাহরুখ খানের দল। 

মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই স্পিনের জালে জড়িয়ে পড়ে জামাইকা। প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন জারমেইন ব্ল্যাকউড। সেই শুরু। তারপর থেকে জামাইকার খেলোয়াড়দের মধ্যে প্যাভিলিয়নে ফেরার মিছিল পড়ে যায়। কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন এনই বোনার (৪২ বলে ৪১) এবং অধিনায়ক রোভম্যান পাওয়েল (৩৫ বলে ৩৩)। তাঁদের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১০৭ রানে শেষ করে জামাইকা। নাইট রাইডার্সের দুই বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন (৩-১৪) এবং খারি পিয়েরি (২-২৯) জামাইকার মেরুদণ্ড ভেঙে দেওয়ার পর বাকি কাজটা সেরে নেন সুনীল নারিন এবং ফাওয়াদ আহমেদরা। 

দেখুন CPL 2020-এর যাবতীয় খবর

ব্যাট করতে নেমে নারিন তাড়াতাড়ি আউট হয়ে গেলেও বাকি সময়টুকু জামাইকার কাছে ছিল দুঃস্বপ্নের। লেন্ডন সিমন্সের অপরাজিত ৫৪ রান (৪৪ বল) এবং টিওন ওয়েবস্টারের অপরাজিত ৪৪ রানের (৪৩ বলে) সৌজন্যে পাঁচ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় নাইট রাইডার্স। দ্বিতীয় উইকেটে দু'জন ৯৭ রান জোড়েন।

ফাইনালে সেন্ট লুসিয়া জুকসের মুখোমুখি হবে নাইট রাইডার্স। সেই ম্যাচে জিততে পারলে চতুর্থবার সিপিএল খেতাব জিতবে কায়রন পোলার্ডের দল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন