বাংলা নিউজ > ময়দান > CPL 2021: ঝড়ের নাম মেয়ার্স-ফিলিপস, লুসিয়া কিংসকে ৮ উইকেটে উড়িয়ে দিল বার্বাডোজ

CPL 2021: ঝড়ের নাম মেয়ার্স-ফিলিপস, লুসিয়া কিংসকে ৮ উইকেটে উড়িয়ে দিল বার্বাডোজ

কাইল মেয়ার্স।

নেমেছিল লুসিয়া কিংস। ৩ উইকেট তুলে নেন মেয়ার্স। তবে ৬ উইকেট হারিয়ে ১৯০ রান করে ফেলে লুসিয়া কিংস। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে হারিয়েই জয়ের জন্য প্রয়োজনী ১৯১ রান তুলে নেয় বার্বাজোড রয়্যালস। ওপেন করতে নেমে মেয়ার্স ৬২ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন।

প্রথম বল হাতে। তার পর ব্যাট হাতে। কাইল মেয়ার্স নামক ঝড়ের কাছে কার্যত উড়ে গেল সেন্ট লুসিয়া কিংস। সঙ্গে অবশ্য যোগ হয়েছিল গ্লেন ফিলিপস ঝড়ও। দুই ঝড়ের দাপটে সিপিএল-এর ম্যাচে লুসিয়া কিংসকে ৮ উইকেটে উড়িয়ে দিল বার্বাডোজ রয়্যালস।

একটা সময়ে ঝড়ের কবলে পড়ে সত্যি সত্যি প্রায় মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন মেয়ার্স। সেই ক্রিকেটারই এখন নিজে ঝড় হয়ে বিপক্ষ টিমে উপর তাণ্ডব চালান। খড়কুটোর মতোই সকলকে উড়িয়ে নিয়ে যান। এই মুহূর্তে বল-ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার।

উইন্ডওয়ার্ড আইল্যান্ডের হয়ে ডোমিনিকায় প্রস্তুতি শিবিরে গিয়েছিলেন মেয়ার্স। সেই সময়ে তিনি বিধ্বংসী হারিকেন মারিয়ায় আটকে পড়েছিলেন। যে বাড়িতে ছিলেন, তার ছাদ উড়ে গিয়েছিল। পরের দিন জল, খাবার কিছুই ছিল না তাঁর কাছে। এমন কী কারও সঙ্গে যোগাযোগ করার মতোও অবস্থা ছিল না। শেষ পর্যন্ত পুলিশ তাঁকে উদ্ধার করে।

সেই ঝড়ের ভয়ানক রাত পার হয়ে এসে, এখন নিজেই ঝড় হয়ে ২২ গজে আছড়ে পড়েন। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল লুসিয়া কিংস। ৩ উইকেট তুলে নেন মেয়ার্স। তবে ৬ উইকেট হারিয়ে ১৯০ রান করে ফেলে লুসিয়া কিংস। মেয়ার্স ছাড়া ২ উইকেট নিয়েছেন ওশানে থমাস। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে হারিয়েই জয়ের জন্য প্রয়োজনী ১৯১ রান তুলে নেয় বার্বাজোড রয়্যালস। ওপেন করতে নেমে মেয়ার্স ৬২ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন গ্লেন ফিলিপস। ৩৯ বলে তাঁর অপরাজিত ৮০ রানের ঝড়ো ইনিংসও ৭ বল বাকি থাকতেই বার্বাডোজকে জয় এনে দেয়। ম্যাচের সেরা হন কাইল মেয়ার্স।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

AFC-র দ্বিচারিতা! ইরান থেকে ম্যাচ সড়ছে ফিফা বিশ্বকাপের! অথচ শাস্তি মোহনবাগানকে… দেবী দুর্গার সামনে ‘জাস্টিস’ চাওয়ায় ৯ জনকে তুলে নিয়ে গেল পুলিশ! উত্তাল লালবাজার ‘‌কলঙ্কিতদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে হবে’‌, মুখ্যসচিবকে চিঠি ডাক্তারদের ‘হাইকোর্ট আমার পক্ষে রায় দিয়েছে…’, শামির বিরুদ্ধে ফের ফোঁস 'স্ত্রী' হাসিনের টেস্ট ক্রিকেটে দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন জো রুট, টপকাতে পারবেন পন্টিং-সচিনকে? নবরাত্রির সপ্তম দিন মা কালরাত্রির, কোন বিশেষ নৈবেদ্যে মা হন প্রসন্ন জেনে নিন ICU-তে ভরতি রতন টাটা, শারীরিক অবস্থা গুরুতর চেয়ারম্যান এমেরিটাসের- রিপোর্ট ‘মাননীয়া, আপনিও আসুন’‌, অপর্ণা সেন–রাজ্যপাল অনশন মঞ্চে, আহ্বান মুখ্যমন্ত্রীকে ষষ্ঠীতে আচমকা ৪% DA বাড়াল রাজ্য! ফারাক কমল কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে বুকে হাত, চোখে চোখ! ষষ্ঠীতে রোম্যান্টিক সাহেব-সুস্মিতা, দিলেন সুখবর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.