স্থগিত হয়ে যাওয়া আইপিএল পুনরায় শুরুর আগে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের আসরে নিজেদের ঝালিয়ে নেওয়ার পর্যাপ্ত সুযোগ রয়েছে তারকা ক্রিকেটারদের সামনে। সেই মতোই সিপিএলের শুরুতে ক্রিস গেইল আশ্বস্ত করতে পারেন পঞ্জাব কিংস শিবিরকে। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে বিশাল ছক্কায় ভিআইপি বক্সের কাচ ভেঙে আইপিএলের প্রস্তুতি শুরু করলেন গেইল।
আগ্রাসী মেজাজে স্বভাবসুলভ বড় রানের ইনিংস গড়তে পারলেন না বটে, তবে দ্য ইউনিভার্স বস ব্যাট হাতে ধ্বংসাত্মক মেজাজের ট্রেলার দেখালেন এদিন। সংক্ষিপ্ত ইনিংসে জেসন হোল্ডারকে যেভাবে গ্যালারিতে ফেললেন, তা দেখেই বোঝা যায়, পিকচার হিট হতে চলেছে।
চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের দ্বিতীয় ম্যাচে সম্মুখসমরে নামে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও বার্বাডোজ রয়্যালস। গেইল বার্বাডোজ অধিনায়ক জেসন হোল্ডারের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ভেঙে ফেলেন ভিআইপি বক্সের কাচ।
ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটিকে সাইটস্ক্রিনের উপরে গ্যালারির সেকেন্ড টিয়ারে পাঠিয়ে দেন দ্য ইউনিভার্স বস। বল গিয়ে লাগে ভিআইপি বক্সের কাচে। বল লাগার পর কাচের কী অবস্থা হয়, সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয় ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের তরফেই।
গেইল শেষমেশ ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১২ রান করে আউট হন। তাঁকে বোল্ড করেন ওশান থমাস। ম্যাচে গেইলের দল সেন্ট কিটস ২১ রানে পরাজিত করে বার্বাডোজকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।