ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন ফ্যাফ ডু'প্লেসি। তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য জাতীয় দলে তাঁর নাম বিবেচনা করেননি। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ব্যাট হাতে ফের বড় রানের ইনিংস খেলে নির্বাচকদের উপেক্ষার জবাব দিলেন ফ্যাফ।
সিপিএল ২০২১-এ ইতিমধ্যেই একটি শতরান করেছেন ডু'প্লেসি। এবার বার্বাডোজ রয়্যালসের বিরুদ্ধে ৮৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন সেন্ট লুসিয়া অধিনায়ক। মূলত ডু'প্লেসির ঝোড়ো ব্যাটিং ও টি-২০ বিশ্বকাপে নমিবিয়ার হয়ে মাঠে নামতে চলা প্রোটিয়া অল-রাউন্ডার ডেভিড ওয়াইজের আগুনে বোলিংয়ের সুবাদে সেন্ট লুসিয়া কিংস জয় তুলে নেয় বার্বাডোজের বিরুদ্ধে।
প্রথমে ব্যাট করে সেন্ট লুসিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে। ডু'প্লেসি ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৮৪ রান করে আউট হন। তিনি টি-২০ কেরিয়ারে সাড়ে ছ'হাজার রানের মাইলস্টোনও টপকে যান।
এছাড়া টিম ডেভিড করেন ৩৪ রান। ওয়াইজ ১৭ ও কীমো পল অপরাজিত ২২ রানের যোগদান রাখেন। মহম্মদ আমির ২টি উইকেট নেন। ১টি উইকেট নিয়েছেন হোল্ডার।
বৃষ্টিতে ম্যাচের বেশ কিছুটা সময় নষ্ট হওয়ার পর বার্বাডোজের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৯ ওভারে ১৭০। তারা ৮ উইকেটে ১৫৫ রানে আটকে যায়। সেন্ট লুসিয়া ডাকওয়ার্থ-লুইস নিয়মে ১৪ রানে ম্যাচ জেতে।
হোল্ডার ৩৪, চার্লস ৩০, হেডেন ওয়ালস ৩০ ও শাই হোপ ৩১ রান করেন। ডেভিড ওয়াইজ ২৫ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা হয়েছেন ওয়াইজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।