যুব বিশ্বকাপে ঝড় তোলার পরেই আইপিএলের আঙিনায় ঢুকে পড়েন ডেওয়াল্ড ব্রেভিস। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নজর কাড়ার পরে এবার সিপিএলে মাঠে নামতে চলেছেন বেবি এবি। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে তিনি ডোয়েন ব্র্যাভোর সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলতে নামবেন।
সেন্ট কিটসে ব্রেভিসের সতীর্থ হিসেবে দেখা যাবে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। স্কোয়াডে রয়েছেন এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, শেরফান রাদারফোর্ডের মতো তারকারা। শুধু তাই নয়, সিপিএলে প্যাট্রিয়টসের জার্সিতে দেখা যাবে ডোয়েন প্রিটোরিয়াস, ড্যারেন ব্র্যাভো, শেলডন কটরেল, জোশুয়ার মতো তারকাদেরও। স্কোয়াডের একজন ক্রিকেটার এখনও চূড়ান্ত হয়নি।
আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে বার্বাডোজ রয়্যালসের হয়ে মাঠে নামবেন ডেভিড মিলার, জেসন হোল্ডার, মুজিব উর রহমান ও কুইন্টন ডি'কক। ইমরান তাহির, পল স্টার্লিং, কলিন ইনগ্রাম, শাই হোপ ও তাবরাইজ শামসি খেলবেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে।
ফ্যাফ ডু'প্লেসি, ডেভিড ওয়াইজ ও টিম ডেভিড মাঠে নামবেন সেন্ট লুসিয়া কিংসের হয়ে। মহম্মদ আমির, ইমদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, সন্দীপ লামিছানেদের দেখা যাবে জামাইকার জার্সিতে। এছাড়া ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খলেতে নামবেন কায়রন পোলার্ড, অন্দ্রে রাসেল, সুনীল নারিন, নিকেলাস পুরানরা।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের স্কোয়াড: ডোয়েন ব্র্যাভো, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শেরফান রাদারফোর্ড, ডোয়েন প্রিরোরিয়াস, ড্যারেন ব্র্যাভো, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, ডেওয়াল্ড ব্রেভিস, ইজহারউলহক নাভিদ, জোশুয়া ডা'সিলভা, জন রাস জাগেসর, কেসি কার্টি, কেলভিন পিটম্যান ও জাডেন কারমাইকেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।