By Abhisake Koley
Published 31 Mar, 2023

Hindustan Times
Bangla

চেন্নাই সুপার কিংসে ব্র্যাভো ছিলেন পথিরানার বোলিং কোচ। এবার CPL-এ সতীর্থ হয়ে গেলেন দুই তারকা। মাঠে নামবেন একসঙ্গে। 

CPL-এ ডোয়েন ব্র্যাভোর সঙ্গে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে লড়াই চালাবেন মাথিসা পথিরানা।

শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামবেন সেন্ট লুসিয়া কিংসের হয়ে।

মাহিশ থিকশানাকে এবছর সিপিএলে দেখা যাবে বার্বাডোজ রয়্যালসের জার্সিতে।

শ্রীলঙ্কার ক্যাপ্টেন দাসুন শানাকা CPL খেলবেন সেন্ট লুসিয়া কিংসের হয়ে।

অভিজ্ঞ পাক তারকা মহম্মদ আমির ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামবেন জামাইকা তালাওয়াজের হয়ে।

মহম্মদ আমিরের সঙ্গে জামাইকার জার্সি গায়ে চাপাবেন ইমদ ওয়াসিম।

আজম খান এবার ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামবেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে।