মঙ্গলবার মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) দ্বারা সংশোধিত ক্রিকেট আইনগুলির মধ্যে একটি হল, ক্রিকেট বলে লালা ব্যবহারের উপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি। আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, আউট করার ‘মানকাডিং’ পদ্ধতিকে আর অন্যায্য বলা যাবে না।
খেলোয়াড়রা সাধারণত লালা এবং ঘাম দিয়ে বলের একপাশে উজ্জ্বল করার প্রথাগত পদ্ধতি ব্যবহার করে থাকে, যাতে এর গতি বাড়ে। সেটাই এ বার ব
কোভিড-এর সময়ে ‘নো-সালিভা’ নিয়মটি প্রয়োগ করা হয়েছিল। কোভিডের কারণে ক্রিকেট বন্ধ থাকার পর যখন পুনরায় ক্রিকেট চালু হয়, তখনই বলে থুতু বা ঘাম লাগানোর বিষয়টি বন্ধ করে দেওয়া হয়েছিল। এ বার ১ অক্টোবর থেকে সেটা স্থায়ী নিয়ম হিসেবেই কার্যকর করা হচ্ছে।
ভারতীয় ব্যবসায়ী-ই ব্রিটিশ ক্রিকেট বলস লিমিটেডের কর্ণধার দিলীর জাজোদিয়া টাইমস অফ ইন্ডিয়াতে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি আগেই বলেছিলাম যে ক্রিকেট বলের লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা বড় বিষয় নয়। যদিও বোলাররা বলছিলেন যে, তারা লালা ছাড়া বল সুইং করতে পারবেন না। যাইহোক, স্বাস্থ্যের ঝুঁকির ভিত্তিতে, লোকেরা মেনে নিয়েছেন এটা। এখন তাঁরা বলছেন যে, (লালা নিষেধাজ্ঞা) খুব বেশি সমস্যা সৃষ্টি করেনি, আমাদের শুধু ঘামের ব্যবহার করা উচিত, লালা নয়। এবং লালা নিষিদ্ধ করার কারণ হল, লোকেরা মিষ্টি খায় এবং লালার সাথে চিনির কারণে এক ধরণের সেলুলোজ পদার্থ যা স্পষ্টতই চামড়ার (বলের) ছিদ্রগুলিতে ভিজে যায়, যখন সেটি লালা দিয়ে ভালো করে মোছা হয়, তখন তা চকচকে হতে সহায়তা করে। এটা করা অন্যায্য।’
তিনি এর সঙ্গে যোগ করেছেন, ‘নিষেধাজ্ঞা আগে থেকেই ছিল। ২০২০ সালে যখন ক্রিকেট আবার শুরু হয়, তখন এই জিনিসটি (লালা নিষেধাজ্ঞা) নিয়ে আলোচনা হয়েছিল, সেই সময়ে এটি আমাদের জন্য একটি নতুন বিষয় ছিল। সেই সময়ে আমরা কিছু গবেষণা করি, এটি কী ভাবে প্রভাবিত করবে তা নিয়ে কিছু গবেষণা ও উন্নয়ন করেছি। গত দুই বছরে যেটা হয়েছে তা হল, লাল বল আর সাদা বলের ক্রিকেট দুটোতেই কিন্তু খুব একটা প্রভাব পড়েনি এখনও।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।