বাংলা নিউজ > ময়দান > রুতুরাজের বিয়ের পর এবার প্রসিধের বাগদান, ভারতীয় দলে যেমন বিয়ের মরশুম চলছে

রুতুরাজের বিয়ের পর এবার প্রসিধের বাগদান, ভারতীয় দলে যেমন বিয়ের মরশুম চলছে

ভারতীয় ক্রিকেটে এখন যেন বিয়ের মরশুম চলছে। আইপিএল শেষ হতেই বিয়ে সেরে ফেলেছেন চেন্নাই সুপার কিংসের তারকা রুতুরাজ গায়কোয়াড়। মহারাষ্ট্রের মহিলা ক্রিকেটার উৎকর্ষা পাওয়ারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। ভারতীয় দলের ডান হাতি পেসার প্রসিধ কৃষ্ণ মঙ্গলবার বাগদান সেরে ফেললেন বান্ধবী রচনা কৃষ্ণার সঙ্গে।