বাংলা নিউজ > ময়দান > আবার বাবা হলেন ঋদ্ধিমান, ছেলেকে কোলে নিয়ে টুইট করলেন ছবি

আবার বাবা হলেন ঋদ্ধিমান, ছেলেকে কোলে নিয়ে টুইট করলেন ছবি

ছেলে কোলে ঋদ্ধিমান সাহা

টুইটে ঋদ্ধি লিখেছেন, আমাদের খুদে আনন্দের হাঁড়ি হাজির হয়েছে। আমি, রোমি ও অনভি আমাদের ছোট্ট ছেলেকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত।

বিদেশ সফরে ম্যাচ খেলতে না পারার গ্লানি মুছে গেল মুহূর্তে। দেশের মাটিতে পা-রাখার পরদিনই এল সুখবর। ফের বাবা হলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। শুক্রবার একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ঋদ্ধির স্ত্রী রোমি। টুইটে সেকথা জানিয়েছে ঋদ্ধি নিজেই।

টুইটে ঋদ্ধি লিখেছেন, আমাদের খুদে আনন্দের হাঁড়ি হাজির হয়েছে। আমি, রোমি ও অনভি আমাদের ছোট্ট ছেলেকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত।


বৃহস্পতিবারই নিউ জিল্যান্ড সফর থেকে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। গোটা সফরে একটাও ম্যাচ খেলতে পারেননি তিনি। ওদিকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে শুক্রবার কলকাতা ছেড়েছে বাংলা দল। তবে তার সঙ্গী হননি ঋদ্ধিমান। জানিয়েছেন, পরে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

বন্ধ করুন