বাংলা নিউজ > ময়দান > দুর্ধর্ষ ফ্রিকিকে দেশের হয়ে ১০০ গোল রোনাল্ডোর, সর্বকালের সেরা হতে চাই আর ৮ গোল

দুর্ধর্ষ ফ্রিকিকে দেশের হয়ে ১০০ গোল রোনাল্ডোর, সর্বকালের সেরা হতে চাই আর ৮ গোল

উচ্ছ্বাস রোলান্ডোর (ছবি সৌজন্য টুইটার @CRonaldoNews)

রোনান্ডো বলেন, 'রেকর্ড, এটা একটার পর একটা ধাপ। এটা কোনও নেশা নয়। কারণ আমার মতে, রেকর্ড স্বাভাবিকভাবেই আসতে থাকে।'

দীর্ঘদিন ধরেই অপেক্ষার প্রহর গুনছিল ফুটবল মহল। করোনাভাইরাস ও পায়ের পাতার সংক্রমণের জন্য কিছুটা দেরি হলেও মঙ্গলবার দেশের হয়ে ১০০ টি গোলের নজির ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু তাই নয়, বোনাস হিসেবে আরও একটি গোল করেন পর্তুগিজ মহাতারকা।

'উয়েফা নেশনস লিগ'-এর ম্যাচে সুইডেনের বিরুদ্ধে ম্যাচ ছিল পর্তুগালের। প্রথমার্ধের বিরতির ঠিক আগে বক্সের ২৫ গজ দূর থেকে ফ্রিকিক পায় রোনাল্ডোর দেশ। বাঁক খাওয়ানো শটে পোস্টের বাঁদিক দিয়ে জালে বল জড়িয়ে স্মরণীয় মাইলস্টোন ছুঁয়ে ফেলেন রোনাল্ডো। সুইডেনের গোলকিপার রবিন ওলসেন কার্যত নড়ারও সুযোগ পাননি।

সেই গোলের বোনাস হিসেবে ৭২ মিনিটে দ্বিতীয়বার সুইডেনের জালে বল জড়ান জুভেন্তাস তারকা। কাট করে প্রতিপক্ষের ডিফেন্সে ঢুকে ২০ গজ দূর থেকে দেশের হয়ে ১০১ তম গোল করেন। সেই জোড়া গোলের সৌজন্যেই সুইডেনকে ২-০ গোলে হারায় পর্তুগাল।

ম্যাচের পর পর্তুগিজ টিভি আরটিপিকে রোনাল্ডো বলেন, 'ওই দুটি গুরুত্বপূর্ণ গোল। কারণ এটার অর্থ হল যে আমি যে মাইলস্টোন পার করতে চাইছিলাম, তা আমি পেরেছি। আমি অত্যন্ত খুশি। প্রথমত, দল জিতেছে এবং দ্বিতীয়ত অবশ্যই ১০০ তম গোল করা এবং তারপরে ১০১ তম।'

২০০৩ সালে গ্রিসের বিরুদ্ধে সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেন রোনাল্ডো। তারপর গ্রিসের বিরুদ্ধে নিজের কেরিয়ারের প্রথম গোল করেন তিনি। সেই শুরু। তারপর থেকে দেশের হয়ে একের পর এক গোল করেছেন। দলকে বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। সবমিলিয়ে দেশের হয়ে ১৬৫ বার মাঠে নেমেছেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা। ফ্রেন্ডলি ম্যাচে মাত্র ১৭ টি গোল করেছেন। আর ন'টি আন্তর্জাতিক হ্যাটট্রিকের সবকটিই এসেছে ফিফা বা উয়েফা বা যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে।

আপাতত ছেলেদের ফুটবলে দেশের হয়ে সর্বোচ্চ গোলের নিরিখে রোনাল্ডোর সামনে আছেন শুধুমাত্র ইরানের আলি দেই (১০৯)। তাঁর পর এই প্রথম কোনও খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের নজির গড়েছেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সেরা গোলদাতা হওয়ার লক্ষ্য নিয়ে কী ভাবছেন? রোনান্ডো বলেন, 'রেকর্ড, এটা একটার পর একটা ধাপ। এটা কোনও নেশা নয়। কারণ আমার মতে, রেকর্ড স্বাভাবিকভাবেই আসতে থাকে।'

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাড়িতে পেঁচার মূর্তি কোনদিকে রাখা শুভ? কোজাগরী লক্ষ্মীপুজোর আগে রইল বাস্তুটিপস 'অশান্তি ছড়াতে পারে', ডাক্তারদের দ্রোহের কার্নিভাল ঠেকাতে কড়া নির্দেশ পুলিশের বিদায়বেলায় দুর্গার সামনে দাঁড়িয়ে প্রার্থনা সৌরভের, জুটল 'ধান্দাবাজ' তকমা! শ্রীলঙ্কার মাটিতে স্পিনারদের হাতে পর্যুদস্ত! জাদেজা-অশ্বিনে বাড়তি সতর্ক কিউয়িরা 'এখানে কেউ চকোলেট-স্যান্ডউইচ খেয়ে অনশন করছে না', কাকে খোঁচা ডঃ দেবাশিস হালদারের? সমকোণে 'মুখোমুখি' পুজো ও দ্রোহের কার্নিভাল, নেতাজি মূর্তিতে মিলবে উৎসব-প্রতিবাদ ৪ দিনেই ২০ কোটি পার রাজকুমারের 'ভিকি বিদ্যা'র! কোথায় দাঁড়িয়ে আলিয়ার ‘জিগরা’? অতিরিক্ত রাগ উত্তেজনা কাদের সম্পর্কে ধরাবে ফাটল? কী বলছে আজকের প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৫ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৫ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.