বাংলা নিউজ > ময়দান > শক্তিবৃদ্ধি না স্রেফ বিজ্ঞাপন, মেসি-রোনাল্ডো যোগ দেওয়ায় আদৌ কি কোন লাভ হল পিএসজি-ম্যান ইউনাইটেডের?

শক্তিবৃদ্ধি না স্রেফ বিজ্ঞাপন, মেসি-রোনাল্ডো যোগ দেওয়ায় আদৌ কি কোন লাভ হল পিএসজি-ম্যান ইউনাইটেডের?

একদা ব্যালন ডি'অর মঞ্চে পাশপাশি মেসি ও রোনাল্ডো। ছবি- গেটি ইমেজেস।

গত মরশুমে সিরি এ-তে রোনাল্ডো ও লা লিগায় মেসি সর্বোচ্চ গোলদাতা হন।

সাম্প্রতিক কালের তো বটেই সম্ভবত ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর এক ট্রান্সফার উইন্ডোর সাক্ষী থাকছেন ফুটবল সমর্থকরা। একই মরশুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির দলবদল, তাও আবার চূড়ান্ত নাটকীয় প্রেক্ষাপটে। আদপে কোনো ফুটবলপ্রেমী স্বপ্নেও কি এমনটা ভাবতে পেরেছিলেন?

তবে খেলার জগতে অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যেই তো সকলে সর্বদা তৎপর। মাত্র মাসখানেক আগে যা কল্পনাতীত ছিল, আজ তাই বাস্তব। মেসি-রোনাল্ডো, বর্তমান ফুটবল চলচ্চিত্রের দুই সেরা শিল্পীই মাত্র কয়েক দিনের ব্যবধানে বদলে ফেলেছেন নিজেদের ঠিকানা। একজন যখন অচেনা পরিসরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠায় যোগ দিয়েছেন প্যারিস সাঁ-জাঁতে, তখন আরেকজন নিজের পুরনো আধিপত্য পুনঃস্থাপন করার লক্ষ্যে ফিরেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে।

অনুরাগীদের চরমতম উৎসাহ, উদ্দীপনার পাশপাশি বর্তমানে সোশ্যাল মিডিয়ার দুই মেগাস্টারের দলে থাকার ফলে মাঠে বাইরের সুবিধা তো রয়েছেই। তবে খেলার মাঠে আদপে কতটা কার্যকরী ও তাৎপর্যপূর্ণ এই দুই তারকাকে দলে নেওয়া? তিরিশোর্ধ্ব দুই ফুটবলারকে, তাঁরা যত বড় মাপের ফুটবলারই হন না কেন, দলের কতদিন এবং কতটা দিতে পারবেন, সেই বিষয়ে প্রশ্ন থেকেই যায়। তাহলে কি মেসি-রোনাল্ডোকে শুধুই দলের ‘মার্কেট ভ্যালু’ বাড়ানোর জন্য নেওয়া? সহজ উত্তর, না।

গত মরশুমে দলগতভাবে ক্লাব পর্যায়ে দুই মহারথীর তেমন সাফল্য না আসলে ব্যক্তিগতভাবে কিন্তু দারুণ সফল দুইজনেই। ৩৬ বছর বয়সী রোনাল্ডো গত মরশুমে ক্লাব ও ইউরোতে দেশের হয়ে মোট ৪৮টি ম্যাচে ৪১ টা গোল করেছেন। এই বয়সে এসেও তাঁর ক্ষিপ্রতা যে কোন তরুণ ফুটবলারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য যথেষ্ট। রেড ডেভিলসদের হয়ে বাঁ-দিকের উইংয়ে মার্কাস রাশফোর্ড চোট পাওয়ায় নিয়মিত খেলার কোন ফুটবলার নেই। 

নিজের পুরনো ইউনাইটেড দিনগুলির মতো সেখানে আরামসে খেলতে পারেন রোনাল্ডো। এডিনসন কাভানি প্রধান স্ট্রাইকার হিসাবে মাঠে নামলেও সমস্যা নেই। এছাড়াও ম্যানেজার ওলে গানার সোল্কজায়েরকে যুগ্ম স্ট্রাইকারে খেলার সুযোগ বাড়তি বিকল্পও প্রদান করেন রোনাল্ডো। এছাড়া রোনাল্ডোর জয়ের মানসিকতা বিগত বেশ কয়েক বছরে খেতাবহীন ইউনাইটেডকে সাহায্যই করবে। সুতরাং, পর্তুগিজ মহাতারকার দলে যোগ দেওয়ায় রেড ডেভিলসের শক্তি নিঃসন্দেহে বেড়েছে।

অপরদিক, নিজেদের ঘরোয়া লিগে দাপট দেখালেও পিএসজির পাখির চোখ চ্যাম্পিয়ন্স লিগ খেতাব। মেসি-নেইমারের যুগলবন্দি কতটা ভয়ঙ্কর হতে পারে, তার আন্দাজ সকলেরই আছে। গত মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ম্যাচের উদাহরণ দিয়েই মেসি আসায় পিএসজি দলের কি সুবিধা হবে বিষয়টা বোঝা যাক।

কিলিয়ান এমবাপেহীন পিএসজিকে সিটির বিরুদ্ধে দ্বিতীয় লেগে এক সময় ছন্নছাড়াই দেখায়। নেইমারকে বল বাড়ানোর জন্য কেউ না থাকায় বারংবার তাঁকে মাঝমাঠেরও নীচে নেমে এসে বল জেতার চেষ্টা করতে দেখা যায়। মরশুম শেষে এমবাপে না থাকলেও তাঁদের দলে একটা মেসি থাকায় বল বাড়ানোর লোকের কোন অভাব খাতায় কলমে অন্তত হওয়ার কথা নয়।

উপরন্তু, ফুটবলীয় ভাষায় মেজালা বা ফ্রি-ফুটবলারের ভূমিকায় খেলার পাশপাশি মেসি ফলস নাইন হিসাবে বাড়তি বিকল্প প্রদান করেন। জমাট রক্ষণ ভাঙতে মেসির জুড়ি মেলা ভার। গত মরশুমে বার্সেলোনার পাশপাশি কোপা আমেরিকায় আর্জেন্তিনার হয়ে খেলে মোট ৫৪ ম্যাচে ৪২টি গোল করেন তিনি। অফ ফর্মের মাউরো ইকার্দি ও কিলিয়ান এমবাপের সম্ভাব্য দল ছাড়ার পরেও তাই গোল করার সম্পূর্ণ দায়ভার একা নেইমারের কাঁধে এসে পড়বে না। 

সুতরাং, নিঃসংকোচে বলাই যায় দুই মেগাতারকা মাঠের বাইরের পাশপাশি মাঠেও নিজেদের দলকে বাড়তি শক্তি প্রদান। কেরিয়ারের সায়াহ্নে এসেও তাই মেসি-রোনাল্ডো, দু'জনে এখনও যে কোন দলের কাছে অমূল্য সম্পদ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রোজ ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখেন? সেই শব্দেই ঘুম ভাঙে? কোন বিপদ ডেকে আনছেন এতে মায়ের সঙ্গে গল্পে ব্যস্ত খুদে আদতে বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক, চিনতে পারলেন মাঙ্গলিক দোষে জর্জরিত হলে আজ হনুমান জয়ন্তীতে করুন এই কাজ, দূর হবে বিয়ের বাধা বরাহনগরে সিপিএম পার্টি অফিসে আগুন! তন্ময় বললেন, ‘তৃণমূলকে বুঝিয়ে দেব… ’ 'মুখ্যমন্ত্রীর জলে ডুবে মরা উচিত', মমতার 'মৃত্যু কামনা' করে ফের বিতর্কে দিলীপ মনে আছে বলিউডের ‘আশিকি' অভিনেতাকে! এ বার বাংলা ছবিতে অভিনয় করবেন রাহুল রায় মেট্রোতে উঠে জোর করে পুরুষ যাত্রীর কোলে বসলেন মহিলা, বললেন ‘নির্লজ্জ হয়ে যাব’ ‘আযোগ্যদের আমরাও বার করতে চেয়েছিলাম’ হাইকোর্টের রায় প্রসঙ্গে বললেন ব্রাত্য বক্স অফিসে ভরাডুবি LSD 2- দো অউর দো পেয়ারের, ৮০ কোটির গণ্ডি টপকাল করিনার ক্রু RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু

Latest IPL News

RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী সূর্য, হার্দিক নয়, প্রাক্তন নাইটকে পরবর্তী T20 দলের অধিনায়ক হিসাবে বাছলেন ভাজ্জি ‘ধোনির ব্যাটের তলা দিয়ে বল গেলেও ওয়াইড’,কাইফের পোস্টে লাইক দিয়ে রোষের মুখে বিরাট বেগুনি টুপির দৌড়ে বুমরাহর সঙ্গে একই ট্র্যাকে চাহাল, কমলা টুপির মালিক কোহলি বিনিয়োগ নিয়ে ভাবছি না, স্টার্ক মার খেতেই সাফাই KKR CEO-র ফর্মে থাকা সুনীল নারিন কি T20 WC-এ নিজের দেশের হয়ে খেলবেন? কী বললেন KKR তারকা? IPL 2024-র থেকে T20 WC-র পিচ স্লো হবে- ক্যারিবিয়ান পিচ নিয়ে কী বললেন ওয়ার্নার? MI-এর বিরুদ্ধে দুবার শতরান! IPL-এর ইতিহাসে বিরল নজির গড়লেন যশস্বী জয়সওয়াল জয়পুরে মরুঝড় যশস্বীর ব্যাটে, সন্দীপের ৫ উইকেটে ধুলোয় মিশল MI-এর গরিমা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.